Ajker Patrika

কর্মীদের সচ্ছলতা বাড়াতে জিপিএইচ ইস্পাত ও ওয়েজলির সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্মীদের সচ্ছলতা বাড়াতে জিপিএইচ ইস্পাত ও ওয়েজলির সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্মীদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত ও ওয়েজলি। ওয়েজলি একটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা কর্মচারীদের আর্থিক সুস্থতার উন্নতি নিয়ে কাজ করে থাকে। 

সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় জিপিএইচ ইস্পাতের কর্মীরা ন্যূনতম চার্জ দেওয়ার মাধ্যমে তাঁদের বেতন অগ্রিম তুলতে সক্ষম হবে, ফলে কর্মীদের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে। 

গতকাল বুধবার ঢাকার গুলশান-২ এর জিপিএইচ ইস্পাত কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। কর্মীদের আর্থিক সুবিধা বৃদ্ধির ফলশ্রুতিতে এই সুবিধাটি জিপিএইচ ইস্পাতের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। 

চুক্তিতে স্বাক্ষর করেন ওয়েজলির ব্যবস্থাপনা পরিচালক নূর এলাহি এবং ওয়েজেলির এভিপি অব সেলস জামশেদ হাসান। জিপিএইচ ইস্পাতের প্রতিনিধি ছিলেন সালেহীন মুসফিক সাদাফ, ডিরেক্টর; শারমিন সুলতান, চিফ পিপল অফিসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত