Ajker Patrika

মেটলাইফের করপোরেট গ্রাহকেরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা

বিজ্ঞপ্তি  
মেটলাইফের করপোরেট গ্রাহকেরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা

করপোরেট গ্রাহকদের জন্য ক্যাশ লেশ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। নতুন এ সেবার মাধ্যমে মেটলাইফের করপোরেট বিমাসেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানের কর্মীরা জরুরি পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন এবং এ জন্য তাদের তাৎক্ষণিক কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

রাজধানীর ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে এ ক্যাশ লেশ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এ উদ্যোগের ফলে সহজে এবং দুশ্চিন্তামুক্তভাবে অ্যাম্বুলেন্স পাওয়া এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেওয়া যাবে। এ সেবা নিতে গ্রাহকদের শুধু হাসপাতালের দেওয়া নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।

নতুন এ সেবা নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বিশ্বমানের বিমা কাভারেজ ও উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেন তাদের কর্মীদের পাশে থাকতে পারে সে জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এ ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবার উন্মোচন করপোরেট ক্লায়েন্ট ও তাদের কর্মীদের জরুরি চিকিৎসা আরও সহজলভ্য এবং ঝামেলাহীন করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’

বর্তমানে বাংলাদেশের ৯০০ বেশি প্রতিষ্ঠান মেটলাইফের বিমাসেবা গ্রহণ করে বিভিন্ন সুবিধা উপভোগ করছে। এসব সুবিধার মধ্যে রয়েছে: কাস্টমাইজেবল বিমা প্ল্যান, ক্যাশলেস আউটপেশেন্ট সেবা, ডেডিকেটেড ড্যাশবোর্ড, বিষয়ক কর্মশালা ও ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

রাজধানীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত