বিজ্ঞপ্তি
‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়নস লীগ ২০২৪’ এক রোমাঞ্চকর ফাইনালের মাধ্যমে শেষ হলো, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দিয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আয়োজিত এই টুর্নামেন্ট গত ১০ নভেম্বরে উদ্বোধন এবং ১১ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী খেলোয়াড়েরা ক্রীড়া দক্ষতা ও দলগত চেতনার প্রদর্শন করেছেন।
ফাইনাল ম্যাচে, অ্যালামনাই রয়্যালস শিরোপা জিতে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তারা ইংলিশ জায়ান্টসের বিরুদ্ধে কড়া প্রতিযোগিতা করে এবং জয় ছিনিয়ে আনে।
পরবর্তীতে ১৪ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের ডিরেক্টর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর বেলিম, ক্লাব অ্যাডভাইজার প্রফেসর এ এস এম শিহাবুদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেইনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, হেড এবং ফ্যাকাল্টিরা।
সব দলের অধিনায়কেরা এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা খেলোয়াড়দের সঙ্গে মিলিত হয়ে টুর্নামেন্টের সফলতার উদ্যাপন করেন। টুর্নামেন্টে ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র মো. কাউসার মিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়। তাঁর অসাধারণ পারফরম্যান্স দলের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এ ছাড়া, সেরা গোলকিপার, গোল্ডেন বুট, বেস্ট ডিফেন্ডার, বেস্ট প্লে মেকার, গোল্ডেন বয় এবং পুসকাস অ্যাওয়ার্ডের মতো বিভিন্ন পুরস্কারও দেওয়া হয়, যা সারা টুর্নামেন্ট জুড়ে ক্রীড়াসুলভ মনোভাব এবং ব্যক্তিগত কৃতিত্বকে সম্মান জানায়।
গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব সভাপতি আহসান হাবিব সিমান্ত টুর্নামেন্টের সফলতা সম্পর্কে গর্ব প্রকাশ করে বলেন, প্রেসিডেন্সি চ্যাম্পিয়নস লীগ ২০২৪ আয়োজন করতে পেরে আমরা সম্মানিত। প্রতিটি খেলোয়াড় ও সমর্থকের নিষ্ঠা এই টুর্নামেন্টকে স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে।
প্রেসিডেন্সি চ্যাম্পিয়নস লীগ ২০২৪ শেষ হলেও, শিক্ষার্থী ও অতিথিরা আগামী বছরের টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছেন, যেখানে এ বছরের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতা, ঐক্য এবং অধ্যবসায়ের চেতনা যা এই লীগের মাধ্যমে উদ্ভাসিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কমিউনিটির মাঝে অটুট থাকবে।
‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়নস লীগ ২০২৪’ এক রোমাঞ্চকর ফাইনালের মাধ্যমে শেষ হলো, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দিয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আয়োজিত এই টুর্নামেন্ট গত ১০ নভেম্বরে উদ্বোধন এবং ১১ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী খেলোয়াড়েরা ক্রীড়া দক্ষতা ও দলগত চেতনার প্রদর্শন করেছেন।
ফাইনাল ম্যাচে, অ্যালামনাই রয়্যালস শিরোপা জিতে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তারা ইংলিশ জায়ান্টসের বিরুদ্ধে কড়া প্রতিযোগিতা করে এবং জয় ছিনিয়ে আনে।
পরবর্তীতে ১৪ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের ডিরেক্টর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর বেলিম, ক্লাব অ্যাডভাইজার প্রফেসর এ এস এম শিহাবুদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেইনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, হেড এবং ফ্যাকাল্টিরা।
সব দলের অধিনায়কেরা এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা খেলোয়াড়দের সঙ্গে মিলিত হয়ে টুর্নামেন্টের সফলতার উদ্যাপন করেন। টুর্নামেন্টে ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র মো. কাউসার মিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়। তাঁর অসাধারণ পারফরম্যান্স দলের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এ ছাড়া, সেরা গোলকিপার, গোল্ডেন বুট, বেস্ট ডিফেন্ডার, বেস্ট প্লে মেকার, গোল্ডেন বয় এবং পুসকাস অ্যাওয়ার্ডের মতো বিভিন্ন পুরস্কারও দেওয়া হয়, যা সারা টুর্নামেন্ট জুড়ে ক্রীড়াসুলভ মনোভাব এবং ব্যক্তিগত কৃতিত্বকে সম্মান জানায়।
গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব সভাপতি আহসান হাবিব সিমান্ত টুর্নামেন্টের সফলতা সম্পর্কে গর্ব প্রকাশ করে বলেন, প্রেসিডেন্সি চ্যাম্পিয়নস লীগ ২০২৪ আয়োজন করতে পেরে আমরা সম্মানিত। প্রতিটি খেলোয়াড় ও সমর্থকের নিষ্ঠা এই টুর্নামেন্টকে স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে।
প্রেসিডেন্সি চ্যাম্পিয়নস লীগ ২০২৪ শেষ হলেও, শিক্ষার্থী ও অতিথিরা আগামী বছরের টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছেন, যেখানে এ বছরের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতা, ঐক্য এবং অধ্যবসায়ের চেতনা যা এই লীগের মাধ্যমে উদ্ভাসিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কমিউনিটির মাঝে অটুট থাকবে।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেড়েছে রেমিট্যান্স আসার গতি। চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ২০৪ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। প্রতিদিন গড়ে ১১ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
৩ মিনিট আগেদেশের বিভিন্ন প্রান্তের ৮৫ জন নারী উদ্যোক্তা তাঁদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’ এ অংশ নিয়েছেন। মেলায় অংশগ্রহণকারী বেশির ভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যাঁরা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত বছরের সফল ‘তারা উদ্যোক্তা মেলা’ আয়োজনের পর ব্যাংকটি
৩৭ মিনিট আগেদাতব্যকাজ পরিচালনা করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
৪০ মিনিট আগেআগামী দুই বছরের জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন।
৪ ঘণ্টা আগে