Ajker Patrika

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১০ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১০ মাসে ১০ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি। ছবি: সংগৃহীত
ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের ১০ মাসে ১০ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ১০ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও ব্যাংকটির এমন লক্ষণীয় ডিপোজিট প্রবৃদ্ধি ব্যাংকিং খাতে ব্যাংকটির শক্তিশালী অবস্থান এবং গ্রাহক আস্থার প্রতিফলন।

এমন অর্জন উদ্‌যাপনের লক্ষ্যে গত ১৭ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘টেন অন টেন’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের বিভিন্ন সদস্য। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ কে এম তারেক, সিনিয়র জোনাল হেড ফর সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার।

ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, গ্রাহক আমানতে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহক সেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে আমাদের অব্যাহত প্রচেষ্টাই এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। আমরা আশাবাদী যে, আমাদের এমন প্রবৃদ্ধি সামনের বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।

শক্তিশালী ব্রাঞ্চ নেটওয়ার্ক, গ্রাহক আস্থা এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রবৃদ্ধিযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে নতুন মাইলফলক অর্জনের লক্ষ্যে ব্যাংকটি গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে কাজ করে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত