Ajker Patrika

রেমিট্যান্স সেবা বিস্তৃত করতে ব্যাংক এশিয়া ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে চুক্তি

রেমিট্যান্স সেবা বিস্তৃত করতে ব্যাংক এশিয়া ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে চুক্তি

রেমিট্যান্স সেবা বিস্তৃত করার লক্ষ্যে ব্যাংক এশিয়া এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। 

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়া ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রদত্ত রেমিট্যান্স সেবা প্রদানের জন্য বিডিবিএল–এর ব্যাংকিং চ্যানেল (শাখা নেটওয়ার্ক) ব্যবহার করবে। বিডিবিএল ব্যাংক এশিয়ার সাব এজেন্ট হিসেবে দেশজুড়ে গ্রাহকদের রেমিট্যান্স সেবা প্রদান করবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ইকবাল হোছাইন এবং আলমগীর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এমএসএমই প্রধান মো. শামিনুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট প্রধান গোলাম গাফফার ইমতিয়াজ চৌধুরী, বিডিবিএল এর মহাব্যবস্থাপক পরিতোষ সরকার, উপ-মহাব্যবস্থাপক জনাব মো. মাহবুব মোর্শেদ খান, ওয়েস্টার্ন ইউনিয়ন এর কান্ট্রি ম্যানেজার জনাব নুর ইলাহী এবং হেড অফ অপারেশন শিহাব হাসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত