Ajker Patrika

পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ব্র্যাকের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি  
Thumbnail image
পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ব্র্যাকের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

ক্ষুদ্রঋণ গ্রাহকদের অগ্নি-বিমা সেবা সহায়তা দিতে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গত ১২ ডিসেম্বর পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান এবং ব্র্যাকের পক্ষে মাইক্রোফিন্যান্স বিভাগের সিনিয়র ডিরেক্টর, অরিনজয় ধর চুক্তিতে স্বাক্ষর করেন। সৌহার্দ্যপূর্ণ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সম্মানিত উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের জন্য তাঁদের গ্রাহক গোষ্ঠীকে সমন্বিত এবং পেশাদারীভাবে সেবা প্রদান করার একটি সুযোগ উন্মোচন করেছে, যা শেষ পর্যন্ত মানুষের মধ্যে তাদের সম্পত্তির জন্য বিমা কভারেজ গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত