নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আলমগীর কবির সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা এবং তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে উল্লেখিত বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানির তৎকালীন পরিচালক প্রফেসর সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিংয়ের কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে বিএসইসি।
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় আরও দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আলমগীর কবির সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা এবং তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে উল্লেখিত বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানির তৎকালীন পরিচালক প্রফেসর সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিংয়ের কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে বিএসইসি।
নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক খাত আন্তর্জাতিক বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে। এত দিন রপ্তানি মূলত ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো প্রচলিত বাজারেই সীমিত ছিল, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন কিছু দেশ ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে যুক্ত হচ্ছে, যেগুলোকে রপ্তানিকারকেরা
২৭ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছে অধিকাংশ আমদানিকারক। ভারত ও ভুটান থেকে প্রতি টন পাথরের আমদানি মূল্য ৩ থেকে ৫ ডলার বৃদ্ধি করায় গতকাল শনিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
৯ ঘণ্টা আগেগ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা তৈরি হচ্ছে, যা শিল্প ও বাণিজ্যকে প্রভাবিত করছে। নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ালে বিদ্যুৎ ও শিল্পের সক্ষমতা বাড়বে এবং গ্যাসের মূল্য স্থিতিশীল থাকবে। ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সিলেট-১২ নম্বর কূপ, তিতাস ও কামতা ফিল্ডে চারটি উন্নয়ন কূপ খনন এ
৯ ঘণ্টা আগেছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
১০ ঘণ্টা আগে