Ajker Patrika

সারিয়াকান্দিতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

বিজ্ঞপ্তি  
সারিয়াকান্দিতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন। ছবি: সংগৃহীত
সারিয়াকান্দিতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে সারিয়াকান্দি উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা, সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি আবু তৈয়ব মোহাম্মদ জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী-রংপুর জোনের ঋণ আদায় বিভাগের প্রধান মো. নুরুল হাবীব, বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান হিমাদ্রী শেখর দোবে, সারিয়াকান্দি উপশাখার ব্যবস্থাপক রাজেন্দ্র কুমার সেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংকের মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। উদ্যোক্তা সৃষ্টিতে বিনা জামানতে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে এই কার্যক্রমের ফলে লাখো উদ্যোক্তা তৈরি হয়েছে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে।

সারা দেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতিমধ্যে দেশের দেড় সহস্রাধিক এলাকায় সেবা দেওয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

রাজধানীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত