Ajker Patrika

আইএফআইসি ব্যাংকের বোয়ালখালী শাখার উদ্বোধন

আপডেট : ২৯ জুন ২০২২, ২১: ১১
আইএফআইসি ব্যাংকের বোয়ালখালী শাখার উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের ১৬৬তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের বোয়ালখালী শাখা। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখার যাত্রা শুরু হলো।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে আইএফআইসি বোয়ালখালী শাখার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার প্রধান ব্যবস্থাপক জনাব মো. ইকবাল পারভেজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

এর আগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকের ১৬৪তম শাখা হিসেবে নেত্রকোনা শাখা ও ১৬৫তম শাখা হিসেবে ভান্ডারিয়া শাখার শুভ উদ্বোধন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত