Ajker Patrika

ভ্রমণপিপাসুদের সব ধরনের সুবিধা মিলবে ‘ট্রিপলাভারে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯: ২২
ভ্রমণপিপাসুদের সব ধরনের সুবিধা মিলবে ‘ট্রিপলাভারে’

বাংলাদেশ ট্রাভেল মার্কেটে বড় ধরনের পরিবর্তন আনতে বাজারে এসেছে ‘ট্রিপলাভার’।  ইউএস-বাংলা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এটি। সম্প্রতি ভ্রমণপিপাসু মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে সব ধরনের সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে ট্রিপলাভার।

আজ শনিবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রিপলাভার সারা বিশ্বের সব এয়ারলাইনসের টিকিট সংগ্রহের প্ল্যাটফর্ম হিসেবে ট্রাভেলারদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। ট্রিপলাভার শুধু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট বুকিং সেবাই দিচ্ছে না, পাশাপাশি হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজসহ ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সেবা দেওয়ার হাব হিসেবে ভূমিকা রাখছে।

করোনা মহামারিতে যেখানে সারা বিশ্বের এয়ারলাইনস, হোটেল-মোটেল-রিসোর্ট, ট্যুর এজেন্সি, ট্রাভেল এজেন্সিগুলো বন্ধ হওয়ার উপক্রম সেখানে ইউএস-বাংলা গ্রুপ ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এনেছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি অনলাইন ট্রাভেল এজেন্সি ‘ট্রিপলাভার’। 

ট্রিপলাভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। শুধু ওয়েবসাইট নয় ট্রাভেল এজেন্সির সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সরাসরি নিজস্ব অফিসের মাধ্যমে এয়ারলাইনস টিকিটসহ হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ সংগ্রহ করার সুবিধা রয়েছে। ভবিষ্যতে দেশের সব জেলায় নিজস্ব কার্যালয় করার পরিকল্পনা রয়েছে, যেখানে ট্রাভেল এজেন্সিগুলো যোগাযোগ করে ট্রিপলাভার থেকে সেবা পেতে পারে। 

ভ্রমণকারীরা ট্রিপলাভারের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্টসহ নিজের টিকিট নিজেই সংগ্রহ করার স্বাধীনতা পেয়ে থাকেন। করোনা মহামারিতে কিংবা সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনার পছন্দমতো তারিখ, গন্তব্য, বাজেটের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে এয়ারলাইনস, হোটেলসহ অন্যান্য সুবিধা পছন্দ করার সুযোগ রয়েছে। গ্রাহক ই-মেইলের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন যে কোনো সময়। গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা থাকছে ট্রিপলাভারের সব সেবা। 

ট্রিপলাভারে পছন্দমতো যেকোনো এয়ারলাইনস, ইকোনমি বা বিজনেস ক্লাসে আসন, পাঁচ তারকা, চার তারকা কিংবা তিন তারকা যে কোনোটিতে কক্ষ পছন্দের ক্ষেত্রে ডিলাক্স, সুপার ডিলাক্স কিংবা স্যুট বেছে নেওয়ার সুযোগ রয়েছে। 

ট্রিপলাভারের ওয়েবসাইটে বিদ্যমান সব এয়ারলাইনসের ভাড়াসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে। ট্রিপলাভার থেকে সেবা নেওয়ার জন্য যেকোনো ধরনের ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, ডিবিবিএল নেক্সাস, সিটি টাচ-এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবহার করেও পেমেন্ট করা সম্ভব। 

ট্রিপলাভারের মাধ্যমে সেবা পেতে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করা যাবে-০১৭৩০ ৭৮৫৬৮৫,০৯৬১৩৩৪৫৩৪৫ নম্বরে। অথবা ভিজিট করতে পারেন- www.triplover.com

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত