Ajker Patrika

হরতাল-অবরোধের প্রভাব আকাশপথেও পড়েছে, দাবি বেসরকারি বিমান সংস্থাগুলোর 

সাইফুল মাসুম, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮: ৫২
হরতাল-অবরোধের প্রভাব আকাশপথেও পড়েছে, দাবি বেসরকারি বিমান সংস্থাগুলোর 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ তৃতীয় দিনের মতো চলছে। সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ থাকলেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে আকাশপথেও। একাধিক এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর হরতাল ও অবরোধের কারণে অভ্যন্তরীণ ফ্লাইটে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ যাত্রী কমেছে। তবে বিমানবন্দর কর্মকর্তারা বলছেন, অবরোধের প্রভাব ফ্লাইট শিডিউলে পড়েনি। যাত্রীর চাপও স্বাভাবিক সময়ের মতো রয়েছে।

জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন তিন শতাধিক ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দেড় শতাধিক অভ্যন্তরীণ ও দেড় শর মতো আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। 

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কারণে লোকজন ভয়ে ভ্রমণ করছে না। ফলে আকাশপথে যাত্রী অন্তত ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে। যাত্রী কমে যাওয়ায় নভোএয়ারের একাধিক অভ্যন্তরীণ ফ্লাইট কমাতে হয়েছে বলেও জানান তিনি।

অবরোধের কারণে পর্যটন গন্তব্যগুলোতে যাত্রী তুলনামূলক বেশি কমেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কারণে আকাশপথে সরাসরি প্রভাব পড়েছে। বিশেষ করে পর্যটন গন্তব্যগুলোতে যাত্রী অনেক কমেছে। ঢাকা টু কক্সবাজারের যাত্রী বেশি কমেছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ যাত্রী কমলেও ইউএস বাংলার কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

এদিকে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের তথ্য অনুসারে, অবরোধের প্রভাব বিমানের ফ্লাইটে পড়েনি। তিনি বলেন, ‘কোনো প্রভাব পড়েনি। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক সময়ের মতো ছিল।’

আকাশপথে অবরোধের প্রভাব নিয়ে একই রকম বক্তব্য দিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কোনো প্রভাব আকাশপথে পড়েনি। স্বাভাবিক সময়ের মতো সব ফ্লাইট যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত