বিশেষ প্রতিনিধি, ঢাকা
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে ৩২টি যন্ত্রের প্রদর্শনী করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বুধবার বিমানের জিএসই বিভাগে ‘নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৪ কোটি (চুয়ান্ন কোটি) টাকা ব্যয়ে কেনা ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এর কমিশনিং করা হয়। ইকুইপমেন্টসমূহের মধ্যে রয়েছে—আমেরিকার তৈরি দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ফ্রান্সের তৈরি ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, আমেরিকার তৈরি ১১৫ টন ক্ষমতাসম্পন্ন দুটি এবং ৬৫ টন ক্ষমতাসম্পন্ন ৫টি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট। এ ছাড়াও রয়েছে ফ্রান্সের তৈরি দুটি এয়ার স্টার্ট ইউনিট।
অনুষ্ঠানে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত ইকুইপমেন্টগুলো জিএসই বহরে যুক্ত হওয়ার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হলো।
জিএসই বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ৪টি ফর্কলিফট, ৫টি আধুনিক মানের প্যাসেঞ্জার কোচ, টো-ট্রাক্টর ১৮টি, ৬টি বেল্ট লোডার, ২টি পুশব্যাক টো-ট্র্যাক্টর, ৮টি গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ ৩৫ কোটি (পঁয়ত্রিশ কোটি) টাকা ব্যয়ে মোট ৪৩টি ইকুইপমেন্ট জিএসই বহরে সংযোজন করেছে। অচিরেই আরও ৬টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার স্টেপস, ৪টি পুশ কার্ট, ৪টি অত্যাধুনিক আম্বুলিফট বহরে যুক্ত হবে। এ ছাড়াও ক্রয়-প্রক্রিয়াধীন রয়েছে ১৪টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ৪টি পোর্টেবল ওয়াটার কার্ট, ৬টি ফ্লাশ কার্ট, ২৫০টি ব্যাগেজ ট্রলি ইত্যাদি। যা আগামী ৬ মাসের মধ্যে যুক্ত হলে জিএসই বহর সমৃদ্ধ করার পাশাপাশি বিমানের রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা পালন করবে।
সংস্থাটি আরও জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ইকুইপমেন্ট কেনার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট কেনার পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক/ ইলেকট্রিশিয়ানসহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ ও এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদণ্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমান ও সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা।
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে ৩২টি যন্ত্রের প্রদর্শনী করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বুধবার বিমানের জিএসই বিভাগে ‘নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৪ কোটি (চুয়ান্ন কোটি) টাকা ব্যয়ে কেনা ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এর কমিশনিং করা হয়। ইকুইপমেন্টসমূহের মধ্যে রয়েছে—আমেরিকার তৈরি দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ফ্রান্সের তৈরি ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, আমেরিকার তৈরি ১১৫ টন ক্ষমতাসম্পন্ন দুটি এবং ৬৫ টন ক্ষমতাসম্পন্ন ৫টি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট। এ ছাড়াও রয়েছে ফ্রান্সের তৈরি দুটি এয়ার স্টার্ট ইউনিট।
অনুষ্ঠানে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত ইকুইপমেন্টগুলো জিএসই বহরে যুক্ত হওয়ার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হলো।
জিএসই বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ৪টি ফর্কলিফট, ৫টি আধুনিক মানের প্যাসেঞ্জার কোচ, টো-ট্রাক্টর ১৮টি, ৬টি বেল্ট লোডার, ২টি পুশব্যাক টো-ট্র্যাক্টর, ৮টি গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ ৩৫ কোটি (পঁয়ত্রিশ কোটি) টাকা ব্যয়ে মোট ৪৩টি ইকুইপমেন্ট জিএসই বহরে সংযোজন করেছে। অচিরেই আরও ৬টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার স্টেপস, ৪টি পুশ কার্ট, ৪টি অত্যাধুনিক আম্বুলিফট বহরে যুক্ত হবে। এ ছাড়াও ক্রয়-প্রক্রিয়াধীন রয়েছে ১৪টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ৪টি পোর্টেবল ওয়াটার কার্ট, ৬টি ফ্লাশ কার্ট, ২৫০টি ব্যাগেজ ট্রলি ইত্যাদি। যা আগামী ৬ মাসের মধ্যে যুক্ত হলে জিএসই বহর সমৃদ্ধ করার পাশাপাশি বিমানের রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা পালন করবে।
সংস্থাটি আরও জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ইকুইপমেন্ট কেনার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট কেনার পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক/ ইলেকট্রিশিয়ানসহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ ও এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদণ্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমান ও সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা।
আইএমএফ বাংলাদেশকে যে ঋণ দিয়েছে, তার শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও সুশাসন নিশ্চিত করা। কিন্তু বাস্তবে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। তিন বছর আগে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৭ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ ছিল। কিন্তু ২০২৩ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ
৫ ঘণ্টা আগেকেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ চালু করেছে ‘চয়েস’— নামে একটি বিশেষ শপিং চ্যানেল। যেখানে গ্রাহকেরা পাবেন উন্নত মানের বাছাইকৃত পণ্য, দ্রুত ডেলিভারি, এবং এক্সক্লুসিভ ডিল।
৭ ঘণ্টা আগেউত্তরবঙ্গের অন্যতম বৃহৎ নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর, যা দেশের নৌপরিবহন-ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং অন্যান্য নৌবন্দর থেকে সার, কয়লা, পাথর, সিমেন্ট, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ এখানে নোঙর করে। তবে শুকনো মৌসুম এলেই নাব্য
৭ ঘণ্টা আগেব্যাংক এশিয়া পিএলসি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে গত সোমবার (৩ মার্চ) আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে দিনটি পালন উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের এজেন্ট, মাঠকর্মী ও শাখা কর্মকর্তাদের সংযুক্ত করে আর্থিক সাক্ষরতা বিষয়ক একটি অনলাইন মিটিংয়ের আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগে