অনলাইন ডেস্ক
ডলারের ক্রমবর্ধমান মূল্যসহ বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা প্রকৃত ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করবে। যেসব ঋণগ্রহীতার ঋণের পরিমাণ ৫০ কোটির বেশি, তাঁরা ঋণের সীমা বৃদ্ধি, বকেয়া পরিশোধে অতিরিক্ত সময় এবং এলসি খোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তবে এসব সুবিধা কার্যকর হবে কমিটির সুপারিশ ও চূড়ান্ত নীতিমালা প্রকাশের পর।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রাখা এবং ব্যাংকিং খাতকে সুসংহত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক অবস্থানে ফিরিয়ে আনতে এবং ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সূত্র জানায়, কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকাররা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির কার্যপরিধির আওতায় ৫০ কোটি বা তার বেশি অঙ্কের যেসব ঋণ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণিকৃত হয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতিসহায়তা প্রদানসংক্রান্ত কমিটি সুপারিশ করবে, যাতে এসব প্রতিষ্ঠান পুনরায় লাভজনক অবস্থানে ফিরতে পারে এবং ব্যাংকের ঋণ আদায়প্রক্রিয়া সহজতর হয়।
ডলারের ক্রমবর্ধমান মূল্যসহ বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা প্রকৃত ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করবে। যেসব ঋণগ্রহীতার ঋণের পরিমাণ ৫০ কোটির বেশি, তাঁরা ঋণের সীমা বৃদ্ধি, বকেয়া পরিশোধে অতিরিক্ত সময় এবং এলসি খোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তবে এসব সুবিধা কার্যকর হবে কমিটির সুপারিশ ও চূড়ান্ত নীতিমালা প্রকাশের পর।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রাখা এবং ব্যাংকিং খাতকে সুসংহত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক অবস্থানে ফিরিয়ে আনতে এবং ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সূত্র জানায়, কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকাররা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির কার্যপরিধির আওতায় ৫০ কোটি বা তার বেশি অঙ্কের যেসব ঋণ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণিকৃত হয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতিসহায়তা প্রদানসংক্রান্ত কমিটি সুপারিশ করবে, যাতে এসব প্রতিষ্ঠান পুনরায় লাভজনক অবস্থানে ফিরতে পারে এবং ব্যাংকের ঋণ আদায়প্রক্রিয়া সহজতর হয়।
দেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে
১৪ ঘণ্টা আগেহংকংয়ের একটি বিউটি সেলুনের মালিক ক্রিস্টাল এনজি এইচএসবিসি ও ডাহ সিং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তিনি জানান, ২০২৩ সালের শেষদিকে যখন তিনি নতুন অফিসে স্থানান্তর করেন, তখন ব্যাংকগুলোর একটির মাধ্যমে জানতে পারেন, তার নতুন ঠিকানাটি যুক্তরাষ্ট্রের এনটিটি তালিকাভুক্ত। ওই ঠিকানার..
১ দিন আগেআদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
১ দিন আগেতিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
২ দিন আগে