Ajker Patrika

জে সি আই ঢাকা ইস্ট এর নতুন কমিটির প্রেসিডেন্ট তাহসীন আজিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জে সি আই ঢাকা ইস্ট এর নতুন কমিটির প্রেসিডেন্ট তাহসীন আজিম

জেসিআই বাংলাদেশের সবচেয়ে পুরোনো চ্যাপটার জেসিআই ঢাকা ইস্ট-এর ২০২২ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা তাহসীন আজিম সেজান। জেসিআই ঢাকা ইস্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাজধানীর গুলশান ক্লাবে জেসিআই ঢাকা ইস্ট এর চতুর্থ সাধারণ সদস্য সভা এবং জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এ ছাড়া লোকাল ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টরস নির্বাচিত করা হয় এবং নতুন কমিটির শপথ পাঠ করানো হয়। 

সংগঠনটির সাধারণ সভায় এজাজ মোহাম্মদ, সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ওয়াসিফ ওয়াহেদ এবং লোকাল সেক্রেটারি জেনারেল সালমা আক্তার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

সাধারণ সদস্য সভা জেসিআই ক্রীড, মিশন ও ভিশন উপস্থাপনের মাধ্যমে শুরু হয়। এ ছাড়া সভায় চ্যাপ্টারের এ পর্যন্ত সম্পন্ন কার্যক্রমের বিবরণ, খরচের হিসাব এবং সংগঠনের পরবর্তী প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...