Ajker Patrika

জে সি আই ঢাকা ইস্ট এর নতুন কমিটির প্রেসিডেন্ট তাহসীন আজিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জে সি আই ঢাকা ইস্ট এর নতুন কমিটির প্রেসিডেন্ট তাহসীন আজিম

জেসিআই বাংলাদেশের সবচেয়ে পুরোনো চ্যাপটার জেসিআই ঢাকা ইস্ট-এর ২০২২ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা তাহসীন আজিম সেজান। জেসিআই ঢাকা ইস্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাজধানীর গুলশান ক্লাবে জেসিআই ঢাকা ইস্ট এর চতুর্থ সাধারণ সদস্য সভা এবং জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এ ছাড়া লোকাল ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টরস নির্বাচিত করা হয় এবং নতুন কমিটির শপথ পাঠ করানো হয়। 

সংগঠনটির সাধারণ সভায় এজাজ মোহাম্মদ, সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ওয়াসিফ ওয়াহেদ এবং লোকাল সেক্রেটারি জেনারেল সালমা আক্তার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

সাধারণ সদস্য সভা জেসিআই ক্রীড, মিশন ও ভিশন উপস্থাপনের মাধ্যমে শুরু হয়। এ ছাড়া সভায় চ্যাপ্টারের এ পর্যন্ত সম্পন্ন কার্যক্রমের বিবরণ, খরচের হিসাব এবং সংগঠনের পরবর্তী প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত