Ajker Patrika

স্বর্ণের দাম ভরিতে কমল ১০৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বর্ণের দাম ভরিতে কমল ১০৫০ টাকা

আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা। সর্বোচ্চ দাম ছোঁয়ার দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিন দফায় দাম কমল মূল্যবান এ ধাতুর।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দাম ঠিক করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুসারে, সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকা। সোমবার পর্যন্ত দাম ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। আগের দাম ছিল ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা থেকে ৯৩৩ টাকা কমিয়ে বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ৮৭০ টাকা থেকে ৭০০ টাকা কমে প্রতি ভরি বিক্রি হবে ৫৫ হাজার ১৭০ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

এ নিয়ে এ মাসে চারবার স্বর্ণের দাম কম–বেশি করেছে বাজুস। এর মধ্যে গত ১১ সেপ্টেম্বর দাম বাড়ায় ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি রেকর্ড ৮৪ হাজার ৫৬৪ টাকা বিক্রি হয়। তারপর ১৫ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বরের পর মঙ্গলবার থেকে আবারও দাম কমবে। এতে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৭৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত