Ajker Patrika

বিজিএমইএর সভাপতি হচ্ছেন ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২০: ১৬
বিজিএমইএর সভাপতি হচ্ছেন ফারুক হাসান

ঢাকা: দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদ বিজয়ী হয়েছে। সংগঠনের ৩৫টি পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। আর বাকি ১১টি পরিচালক পদে বিজয়ী হয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্যানেল ফোরামের প্রার্থীরা।

এদিকে, বিজিএমইএর পরিচালক পর্ষদের নির্বাচনে পরিচালক পদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসানের ভবিষ্যৎ সভাপতি হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। তিনি ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ২০৪ ভোট পেয়েছেন। ২০ এপ্রিল নতুন কমিটি দায়িত্ব নেবে।

এবারের নির্বাচনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের মধ্যে সম্মিলিত পরিষদ পেয়েছে ২৪টি। আর বর্তমানে বিজিএমইএর বর্তমান নেতৃত্বে থাকা ফোরাম পেয়েছে ১১টি। অন্যদিক, বিজিএমইএর বর্তমান সভাপতি রুবানা হক ১ হাজার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে তাঁর ফোরামের প্যানেল লিডার এ বি এম শামসুদ্দিন ৯০৪ ভোট পেয়ে ২৮তম অবস্থানে রয়েছেন।

ঢাকা অঞ্চলের ২৬টি পদের মধ্যে ৯১২টি ভোট পেয়ে ২৬তম হয়েছেন সম্মিলিত পরিষদের সাজ্জাদুর রহমান মৃধা। রোববার নির্ধারিত সময় সকাল ৯টায় ঢাকার হোটেল র‍্যাডিসনে ও বিজিএমইএর চট্টগ্রাম কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

দিনভর ১০টি বুথে ভোট গ্রহণ করা হয়। মোট ২ হাজার ৩১৪ ভোটের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৫৩ ও চট্টগ্রামে ৪৬১টি ভোট ছিল। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬০৪টি এবং চট্টগ্রামে ৩৯২টি ভোট পড়েছে। অর্থাৎ গড়ে ৮৬ শতাংশ ভোট পড়েছে।

আরও যারা জিতেছেন
ঢাকা অঞ্চল থেকে সম্মিলিত পরিষদের এস এম মান্নান কচি (১০৭৮ ভোট), আরশাদ জামাল দিপু (১০৫১), শহিদুল্লাহ আজিম (১০৫১), শেহরিন সালাম ঐশী (১০২২), আসিফ আশরাফ (১০২২), মহিউদ্দিন রুবেল (১০১৩), তানভীর আহমেদ (৯৮৮), খসরু চৌধুরী (৯৮৬), আব্দুল্লাহিল রাকিব (৯৭০), হারুন অর রশিদ (৯৫০), রাজিব চৌধুরী (৯৪১),মিরান আলী (৯২৫), খন্দকার রফিকুল ইসলাম (৯২২), ইমরানুর রহমান (৯২১) ও নাসির উদ্দিন (৯১৪ ভোট) বিজয়ী হয়েছেন।

ঢাকা অঞ্চল থেকে ফোরামের প্রার্থী এম এ রহিম ফিরোজ (১০৬৮ ভোট), মাহমুদ হাসান খান বাবু (১০৩০), আসিফ ইব্রাহীম (৯৮৮), ফয়সাল সামাদ (৯৮৬), নাভিদুল হক (৯৪৩), ভিদিয়া অমৃত খান (৯৩২), এনামুল হক খান বাবু (৯২৪), মিজানুর রহমান (৯১৯ ভোট) পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম অঞ্চল থেকে ফোরামের প্রার্থী মহিউদ্দিন চৌধুরী (১০২০ ভোট) ও মোহাম্মদ আব্দুস সালাম (১০১৪ ভোট) সর্বোচ্চ ভোট পেয়ে জিতেছেন। এই অঞ্চলে সম্মিলিত পরিষদ থেকে পরিচালক নির্বাচিত হওয়া বাকি সাতজন হলেন সৈয়দ নজরুল ইসলাম (১০১১ ভোট), তানভীর হাবিব (৯৯২), এ এম শফিউল করিম খোকন (৯৮৬), মো. হাসান জেকি (৯৬৮), আহসানুল হক (৯৪৬), রাকিবুল আলম চৌধুরী (৯৪৬) ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা (৯৩৯ ভোট)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক সৈয়দ ফরহাত আনোয়ার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

বোর্ডের অপর দুই সদস্য ছিলেন এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম ও ডিসিসিআইএর সাবেক সভাপতি আবুল কাশেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত