Ajker Patrika

৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। ছবি: সংগৃহীত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। ছবি: সংগৃহীত

দেশের বিমা খাত নিয়ে চরম উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। তিনি জানিয়েছেন, দেশের বিমা কোম্পানিগুলোর কাছে প্রায় ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার ৪১৪ কোটি টাকার দাবি এখনো অপরিশোধিত রয়েছে। গতকাল বুধবার আইডিআরএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আসলাম আলম বলেন, দেশের ৩৬টি জীবনবিমা কোম্পানির বিরুদ্ধে মোট ২৮ লাখ ৮৭ হাজার ৬০৩টি বিমা দাবি দাখিল হয়েছে। এর মধ্যে পরিশোধ হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ১৫২টি। ফলে ১৩ লাখ ৫ হাজার ৪৫১টি দাবি এখনো বকেয়া রয়েছে, যা মোট দাবির ৪৫ শতাংশ।

আসলাম আলম বলেন, দেশের ৭৮টি বিমা কোম্পানির মধ্যে ৩২টি প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ১৫টি জীবনবিমা এবং ১৭টি সাধারণ বিমা কোম্পানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত