Ajker Patrika

কারণ ছাড়াই বাড়ছে শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারণ ছাড়াই বাড়ছে শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর

পুঁজিবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সম্প্রতি শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই পৃথক চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, শাইনপুকুর সিরামিকসের গত ১৯ মার্চ শেয়ারদর ছিল ৩২ টাকা। আর ৩ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৫.৩০ টাকায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত