নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছর কৃষি খাতে এই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। এবার এই ঋণের পরিধি আগের তুলনায় ৮ দশমিক ৫৭ শতাংশ বা টাকার অঙ্কে ৩ হাজার কোটি বাড়ানো হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্য সামনে রেখে এ বাড়তি ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর চলতি অর্থবছরের জন্য কৃষিঋণ বিতরণের এই লক্ষ্যমাত্রা ঘোষণা দেন।
নতুন কৃষিঋণ বিতরণ নীতিতে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো কৃষিঋণ দেবে ১২ হাজার ৬১৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে ২৫ হাজার ৩৮৫ কোটি টাকা। এ ছাড়া খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতে গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে (৪ শতাংশ হারে) ঋণ অর্থায়নে গঠিত ৫ হাজার কোটি টাকার তহবিলকে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় মেয়াদ ও ঋণের সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
ঘোষিত কৃষিঋণ নীতিমালায় আরও বলা হয়, এবার ঋণ বিতরণ কর্মসূচিতে নতুন শস্য ও ফসল হিসেবে শজনে, মুর্তা ও পেরিলা চাষের ঋণ অন্তর্ভুক্ত হয়েছে। আর কৃষিঋণ অর্থায়নের আয় উৎসারী খাতের হিসেবে শীতলপাটি বুনন, গ্রামীণ শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং মুক্তা চাষকেও কৃষিঋণ বিতরণের আওতায় আনা হয়েছে। ভুট্টা (রবি) ও পেঁয়াজ চাষের জন্য ঋণ বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া অ্যাকোয়াকালচার খাতে ঋণ বিতরণ এবং কাঁকড়া, কুঁচিয়া, সিবাস বা ভেটকি বা কোরাল ও অন্যান্য অপ্রচলিত মৎস্য চাষেও ঋণ বিতরণ বাড়ানোর কথা বলা হয়েছে। খাঁচায় মাছ চাষে ঋণ বিতরণ এবং ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রেও ঋণে অগ্রাধিকার দিতে বলা হয়।
কৃষিঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান, কৃষি খাতে ঋণ বিতরণের প্রক্রিয়া আগের তুলনায় সহজ করা হয়েছে। বিশেষ করে প্রাণিসম্পদ খাত ১ লাখ টাকা এবং পল্লিঋণের ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে ১০ টাকা থেকে ৫০ টাকার স্ট্যাম্প, সরকারি নির্দেশনা, লেটার অব গ্যারান্টি দিতে হবে না। পাশাপাশি অন্য কোনো চার্জ আরোপ কিংবা ডকুমেন্ট নেওয়ারও প্রয়োজন হবে না। তিনি বলেন, কৃষিঋণ বিতরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো গেলে আমদানি কমে আসবে। এ লক্ষ্যে কৃষিঋণ বিতরণে দালালদের উৎপাত কমানো হবে। প্রকৃত কৃষকেরা যাতে ঋণ পান, তা নিশ্চিত করা হবে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছর কৃষি খাতে এই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। এবার এই ঋণের পরিধি আগের তুলনায় ৮ দশমিক ৫৭ শতাংশ বা টাকার অঙ্কে ৩ হাজার কোটি বাড়ানো হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্য সামনে রেখে এ বাড়তি ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর চলতি অর্থবছরের জন্য কৃষিঋণ বিতরণের এই লক্ষ্যমাত্রা ঘোষণা দেন।
নতুন কৃষিঋণ বিতরণ নীতিতে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো কৃষিঋণ দেবে ১২ হাজার ৬১৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে ২৫ হাজার ৩৮৫ কোটি টাকা। এ ছাড়া খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতে গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে (৪ শতাংশ হারে) ঋণ অর্থায়নে গঠিত ৫ হাজার কোটি টাকার তহবিলকে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় মেয়াদ ও ঋণের সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
ঘোষিত কৃষিঋণ নীতিমালায় আরও বলা হয়, এবার ঋণ বিতরণ কর্মসূচিতে নতুন শস্য ও ফসল হিসেবে শজনে, মুর্তা ও পেরিলা চাষের ঋণ অন্তর্ভুক্ত হয়েছে। আর কৃষিঋণ অর্থায়নের আয় উৎসারী খাতের হিসেবে শীতলপাটি বুনন, গ্রামীণ শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং মুক্তা চাষকেও কৃষিঋণ বিতরণের আওতায় আনা হয়েছে। ভুট্টা (রবি) ও পেঁয়াজ চাষের জন্য ঋণ বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া অ্যাকোয়াকালচার খাতে ঋণ বিতরণ এবং কাঁকড়া, কুঁচিয়া, সিবাস বা ভেটকি বা কোরাল ও অন্যান্য অপ্রচলিত মৎস্য চাষেও ঋণ বিতরণ বাড়ানোর কথা বলা হয়েছে। খাঁচায় মাছ চাষে ঋণ বিতরণ এবং ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রেও ঋণে অগ্রাধিকার দিতে বলা হয়।
কৃষিঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান, কৃষি খাতে ঋণ বিতরণের প্রক্রিয়া আগের তুলনায় সহজ করা হয়েছে। বিশেষ করে প্রাণিসম্পদ খাত ১ লাখ টাকা এবং পল্লিঋণের ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে ১০ টাকা থেকে ৫০ টাকার স্ট্যাম্প, সরকারি নির্দেশনা, লেটার অব গ্যারান্টি দিতে হবে না। পাশাপাশি অন্য কোনো চার্জ আরোপ কিংবা ডকুমেন্ট নেওয়ারও প্রয়োজন হবে না। তিনি বলেন, কৃষিঋণ বিতরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো গেলে আমদানি কমে আসবে। এ লক্ষ্যে কৃষিঋণ বিতরণে দালালদের উৎপাত কমানো হবে। প্রকৃত কৃষকেরা যাতে ঋণ পান, তা নিশ্চিত করা হবে।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রায় টানা পতনের ধারায় রয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। দরপতনের কারণে হাজার হাজার টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। এর মধ্যে নানা পদক্ষেপ নিলেও বাজারে আস্থা ফেরেনি। অবশেষে নয় মাস পর হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হয়েছে; সেই সঙ্গে জন্ম নিয়েছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ। গতকাল সোমবার মধ্যরাতের পর অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছে। উপদেষ্টা পরিষদে অনুমোদনের ২৫ দিন পর রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি হলো।
৫ ঘণ্টা আগেবিমা করেছেন, কিস্তি দিয়েছেন নিয়মিত, কিন্তু টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহক—দেশের জীবনবিমা খাতে এ রকম ঘটনা যেন স্বাভাবিক হয়ে উঠেছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে, ৩২টি জীবনবিমা কোম্পানির কাছে গ্রাহকের আটকে থাকা টাকার পরিমাণ অন্তত ৪ হাজার ৩৭৫ কোটি।
৬ ঘণ্টা আগেবিশ্ববাজারে চাহিদা হ্রাস, উচ্চ সুদের চাপ এবং রাজনৈতিক অস্থিরতার মতো বৈশ্বিক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাত নতুন করে আশাবাদের বার্তা দিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের প্রধান প্রধান রপ্তানি গন্তব্যে চমকপ্রদ হারে প্রবৃদ্ধি হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারতসহ...
৬ ঘণ্টা আগে