Ajker Patrika

আট কর্মদিবস পর পাঁচ শ কোটি ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আট কর্মদিবস পর পাঁচ শ কোটি ছাড়াল লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবারও উত্থানের ধারা বজায় রেখে লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোটা সংস্কার আন্দোলনের জেরে এক সপ্তাহ পর সীমিত পরিসর থেকে পূর্ণ দিবস লেনদেন ফেরার দ্বিতীয় দিনেও সূচকের বড় উত্থানে কয়েক দিনের লাগাতার পতনের ধাক্কা সামলে নিল পুঁজিবাজার।

দিন শেষে সূচকের সঙ্গে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আগের দিনের চেয়ে সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে উঠেছে। এর আগে বুধবারে সূচক বেড়েছিল প্রায় ১১ পয়েন্ট।

সকাল থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কিছুটা কম, যার প্রমাণ মেলে লেনদেনের চিত্র দেখে। প্রথম ১০ মিনিটে সূচকে যোগ হয়েছিল ৪১ পয়েন্ট। পরে বিক্রির চাপ বাড়তে শুরু করলে চলতে থাকে সূচক সমন্বয়। এক ঘণ্টা শেষে সূচকে যোগ হয় ৫ পয়েন্ট। সেখান থেকে প্রথম চেষ্টায় ক্রয় চাপ দেখা দিলে দুপুর ১২টায় সূচকে আরও ৯ পয়েন্ট যোগ হয়ে ৫ হাজার ২৯৪ পয়েন্টে ওঠে। এরই মধ্যে বিক্রির চাপ বাড়লে পরের এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১টায় সূচক কমে যায় ৭ পয়েন্ট। পুনরায় শেয়ার কেনার পরিমাণ বাড়লে দ্রুত বাড়তে থাকে সূচক ও লেনদেন। এতে পরের দেড় ঘণ্টায় সূচকে আরও ৪৬ পয়েন্ট যোগ হয়ে লেনদেন শেষ হয়।

দিনভর কেনাবেচা হয় ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার। এর আগে সবশেষ গত ১৬ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৪১ লাখ টাকার। এরপর কোনো দিন লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত