Ajker Patrika

বাজেটে কী পেল আইসিটি বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২৩, ১৮: ৫০
Thumbnail image

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তথ্য ও প্রযুক্তি বিভাগ বরাদ্দ পেয়েছে ২ হাজার ৩৬৮ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৫২৬ কোটি টাকা বেশি।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে গত অর্থবছরে আইসিটি বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছিল ১ হাজার ৯১৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ২৭৪ কোটি টাকা বেশি ছিল। সংশোধিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বাজেটের আকার দাঁড়ায় ১ হাজার ৮৪২ কোটি টাকা।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্মার্ট বাংলাদেশ গঠনের কাজ শুরু করেছি। “ডিজিটাল বাংলাদেশ”-এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি খাতকে এখন চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশ গঠনের উপযোগী করে তোলা প্রয়োজন।’

বর্তমানে দেশের মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি এবং প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।

অর্থমন্ত্রী জানান, স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ থাকবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি। যার বিস্তারিত কার্যক্রমসহ ‘স্মার্ট বাংলাদেশ: আইসিটি ২০৪১ মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে।

দেশের জনগণকে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এনহাঞ্ছিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ) Enhancing Digital Government and Economy (EDGE) আগামী ২০২৬ সালের মধ্যে ২০ হাজার তরুণ-তরুণীকে অগ্রসর প্রযুক্তিতে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। এ ছাড়া বিভিন্ন ই লার্নি প্ল্যাটফর্মে অনলাইন শিক্ষার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন সেন্টারের মাধ্যমে ৮০ হাজার শিক্ষার্থীতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন দেয়।

বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত