মাহফুজুল ইসলাম, ঢাকা
অর্থনৈতিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের তুলনায় এই বাজেট আকারে কিছুটা ছোট হলেও, জনস্বস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি খাতে ভ্যাট ও আবগারি শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত বাজেটে জনগণের সরাসরি উপকারে আসবে—এমন ছয়টি খাতে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো ব্যাংক হিসাবের স্থিতিতে আগে ১ লাখ টাকা আবগারি শুল্ক বসত, এখন সেই সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা; আমদানির সময় এলএনজির ওপর আর ভ্যাট দিতে হবে না, ফলে জ্বালানির খরচ কমতে পারে; পাতা, ফুল, মাটি বা বাকলের তৈরি প্লেট, বাটি এবং টেক্সটাইল গ্রেড পেট চিপসসহ সব ধরনের তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার; বলপয়েন্ট পেন, প্যাকেটজাত তরল দুধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার; ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও বিপণনে ভ্যাট অব্যাহতি এবং যাত্রী পরিবহন কাজে ব্যবহৃত উড়োজাহাজের লিজ ভাড়ার ওপর ভ্যাট মওকুফ।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, জনতুষ্টির জন্য সরকারের নেওয়া এই পদক্ষেপগুলো ইতিবাচক। তবে এগুলো গতানুগতিক, নতুন কিছু নেই।
মধ্যবিত্ত ও সাধারণের জন্য কর সুবিধা
নিম্ন ও মধ্যবিত্তদের স্বস্তির জন্য ভ্যাট ও আবগারি শুল্কের পাশাপাশি বেশ কিছু খাতে কর সুবিধার প্রস্তাবও থাকছে বাজেটে। এর মধ্যে রয়েছে, ১৬-৪০ আসনের বাস এবং ১০-১৫ আসনের মাইক্রোবাস আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব; টায়ার উৎপাদনে ব্যবহৃত উপকরণে শুল্ক হ্রাস; ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধশিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই উৎপাদনে কাঁচামাল আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট মওকুফের প্রস্তাব; চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যানসার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করার প্রস্তাব।
নারী ও শিশুর জন্য বিশেষ সুবিধা
স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি; ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুবিধা কিছু কমিয়ে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট মওকুফের প্রস্তাব; একই ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইসকুকার, মাল্টিকুকার, প্রেশারকুকারের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ২০৩০ সাল পর্যন্ত মওকুফের প্রস্তাব; এলপিজি সিলিন্ডার, সাবান ও শ্যাম্পুর কাঁচামাল স্থানীয় উৎপাদন পর্যায়ে ২০২৭ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতির প্রস্তাব।
কৃষি ও ব্যক্তি কর সুবিধা
কৃষি খাতে ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব; বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয়ের ক্ষেত্রে ব্যক্তিগত করমুক্ত সীমা সাড়ে ৪ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব এবং স্বামী-স্ত্রী, সন্তান, মাতা-পিতা ছাড়াও এবার থেকে আপন ভাই ও বোনকে করমুক্ত দানের আওতায় আনা হয়েছে।
অর্থনৈতিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের তুলনায় এই বাজেট আকারে কিছুটা ছোট হলেও, জনস্বস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি খাতে ভ্যাট ও আবগারি শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত বাজেটে জনগণের সরাসরি উপকারে আসবে—এমন ছয়টি খাতে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো ব্যাংক হিসাবের স্থিতিতে আগে ১ লাখ টাকা আবগারি শুল্ক বসত, এখন সেই সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা; আমদানির সময় এলএনজির ওপর আর ভ্যাট দিতে হবে না, ফলে জ্বালানির খরচ কমতে পারে; পাতা, ফুল, মাটি বা বাকলের তৈরি প্লেট, বাটি এবং টেক্সটাইল গ্রেড পেট চিপসসহ সব ধরনের তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার; বলপয়েন্ট পেন, প্যাকেটজাত তরল দুধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার; ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও বিপণনে ভ্যাট অব্যাহতি এবং যাত্রী পরিবহন কাজে ব্যবহৃত উড়োজাহাজের লিজ ভাড়ার ওপর ভ্যাট মওকুফ।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, জনতুষ্টির জন্য সরকারের নেওয়া এই পদক্ষেপগুলো ইতিবাচক। তবে এগুলো গতানুগতিক, নতুন কিছু নেই।
মধ্যবিত্ত ও সাধারণের জন্য কর সুবিধা
নিম্ন ও মধ্যবিত্তদের স্বস্তির জন্য ভ্যাট ও আবগারি শুল্কের পাশাপাশি বেশ কিছু খাতে কর সুবিধার প্রস্তাবও থাকছে বাজেটে। এর মধ্যে রয়েছে, ১৬-৪০ আসনের বাস এবং ১০-১৫ আসনের মাইক্রোবাস আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব; টায়ার উৎপাদনে ব্যবহৃত উপকরণে শুল্ক হ্রাস; ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধশিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই উৎপাদনে কাঁচামাল আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট মওকুফের প্রস্তাব; চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যানসার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করার প্রস্তাব।
নারী ও শিশুর জন্য বিশেষ সুবিধা
স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি; ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুবিধা কিছু কমিয়ে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট মওকুফের প্রস্তাব; একই ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইসকুকার, মাল্টিকুকার, প্রেশারকুকারের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ২০৩০ সাল পর্যন্ত মওকুফের প্রস্তাব; এলপিজি সিলিন্ডার, সাবান ও শ্যাম্পুর কাঁচামাল স্থানীয় উৎপাদন পর্যায়ে ২০২৭ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতির প্রস্তাব।
কৃষি ও ব্যক্তি কর সুবিধা
কৃষি খাতে ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব; বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয়ের ক্ষেত্রে ব্যক্তিগত করমুক্ত সীমা সাড়ে ৪ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব এবং স্বামী-স্ত্রী, সন্তান, মাতা-পিতা ছাড়াও এবার থেকে আপন ভাই ও বোনকে করমুক্ত দানের আওতায় আনা হয়েছে।
বিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
৪৪ মিনিট আগেচীন থেকে তুরস্ক হয়ে ইউরোপ— এই রেলপথে নিয়মিত মালবাহী ট্রেনের ঐতিহাসিক চলাচল শুরু হলো। গত ৯ জুলাই চীনের চংকিং ও চেংদু শহর থেকে ২,০০০ টন কার্গোবোঝাই দুটি ট্রেন রওনা দিয়েছে। ‘মিডল করিডর’ নামে পরিচিত মধ্য এশিয়া, কাস্পিয়ান সাগর ও তুরস্ক পেরিয়ে ইউরোপমুখী এই রুট পূর্ব এশিয়া থেকে ইউরোপের মধ্যে বিকল্প
৪ ঘণ্টা আগেবিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। নতুন বিপণন মৌসুমে (১ জুলাই থেকে শুরু) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে।
৯ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল গ্রাফাইটের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছে। এর ফলে, যুক্তরাষ্ট্রে ইভি তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯ ঘণ্টা আগে