Ajker Patrika

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০: ৫৯
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন। এতে দুই দেশের ভোক্তারাও উপকৃত হবে বলে জানান ফারুক হাসান। 

আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত কটন ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন। 

ফারুক হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করতে পারব। এতে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারকেরা উপকৃত হবেন তা নয়, বরং মার্কিন তুলাচাষিরা, সরবরাহকারী ও ভোক্তারা লাভবান হবেন। সবার জন্যই লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’ 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দিয়ে ফারুক হাসান আরও বলেন, ‘আমদানি করা মার্কিন কটনের ওপর সম্প্রতি বাধ্যতামূলক ডাবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাব ফেলেছে। এটা আমদানি প্রক্রিয়াকে সহজ, সময় সাশ্রয়, ঝামেলা ও খরচ কমিয়েছে।’ 

বাণিজ্য বাড়ানোর উপায়গুলোর মধ্যে কটন হচ্ছে একটি প্রতিশ্রুতিশীল খাত, যেখানে উভয় পক্ষের জন্যই বিশাল সুযোগ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিবেচনা করে এ ধরনের কৌশলগত সহযোগিতার গুরুত্ব রয়েছে বলেও জানান ফারুক হাসান। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। 

কটন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) বাংলাদেশের প্রতিনিধি আলী আরসালান, সিসিআইর আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেনডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন ইউএসএ সলিউশনের লেই পেল এবং এলডিসি প্রধান জোয়ের্গ বাউরসাচস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত