রোকন উদ্দীন, ঢাকা
যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খাতে বছরে ৩ বিলিয়ন ডলারের বেশি বাড়তি খরচ যোগ হবে, এমন আশঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছে দুই হাজারের বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি শঙ্কায় রয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা, যাঁদের মধ্যে অন্তত ৮০০ প্রতিষ্ঠানের রপ্তানিনির্ভরতা ৫০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রের বাজারে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৭৭। এগুলোর মধ্যে ৮০১টি প্রতিষ্ঠানের অন্তত অর্ধেক রপ্তানি যুক্তরাষ্ট্রনির্ভর। শুধু এই গোষ্ঠী গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৫০৫ কোটি ডলারের পণ্য, যা মার্কিন বাজারে বাংলাদেশের মোট রপ্তানির ৫৮ শতাংশ। বিজিএমইএর তালিকা বলছে, এর মধ্যে ১৬৮টি প্রতিষ্ঠান একেবারে শতভাগ মার্কিন বাজারের ওপর নির্ভরশীল।
ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৮৭ বিলিয়ন ডলারের পণ্য। এখন পর্যন্ত এই পণ্যে গড়ে ১৫ দশমিক ৫ শতাংশ শুল্ক পরিশোধ করা হলেও গত এপ্রিল থেকে আরও ১০ শতাংশ বাড়তি পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে তা বেড়ে দাঁড়াবে ৩৫ শতাংশে। এই হারে অতিরিক্ত শুল্ক কার্যকর হলে ২০২৪ সালের রপ্তানির ওপর ভিত্তি করে বছরে বাংলাদেশের বাড়তি খরচ হবে ৩ বিলিয়ন ডলারের বেশি।
রপ্তানিকারকেরা বলছেন, বাস্তব পরিস্থিতিতে এই বাড়তি শুল্কের পুরোটা ক্রেতারা নিতে রাজি হবেন না। বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, ‘ক্রেতারা ইতিমধ্যে ফ্রেইট, বিদ্যমান শুল্কসহ বেশি দামে পোশাক নিচ্ছে। এখন তারা ৩৫ শতাংশ বাড়তি শুল্কের চাপ নেবে না। তারা উল্টো দাম কমাতে চাপ দেবে। আমরা তো এমনিতে মুনাফার বাইরে গিয়ে টিকে আছি। অনেকে টিকতে পারবে না।’
ক্রেতারাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের ফরচুন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। সম্পূর্ণ মার্কিন বাজারনির্ভর প্রতিষ্ঠানটি গত বছর যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। তিনি বলেন, ‘ভিয়েতনাম ও অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় আমাদের শুল্কহার ১৫ শতাংশ বেশি। ক্রেতারা শঙ্কিত। শুল্ক না কমলে তারা বাংলাদেশ থেকে ব্যবসা সরিয়ে নেবে।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, ‘শুল্ক কার্যকর হতে এখনো প্রায় তিন সপ্তাহ সময় রয়েছে। আমরা আশাবাদী, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। যদি শেষ পর্যন্ত ৩৫ শতাংশ শুল্ক বহাল থাকে; তবে পোশাক খাতে বিপর্যয় নেমে আসবে। বিশেষ করে যারা মার্কিন বাজারে এককভাবে নির্ভরশীল।’
বিজিএমইএ একটি পূর্ণাঙ্গ আর্থিক ক্ষতির হিসাব তৈরি করছে এবং তা সরকারের শীর্ষ মহলে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।
ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে পোশাকের আমদানি খরচ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপরই চাপাবে। অর্থাৎ দোকানে পোশাকের দাম বাড়বে। কারণ, ক্রেতা প্রতিষ্ঠানগুলো সেই বাড়তি খরচ পণ্যের দামে অন্তর্ভুক্ত করবে। ফলে মার্কিন ক্রেতারা হয়তো দাম বেশি হওয়ায় আগের মতো সহজে পোশাক কিনবেন না। ফলে বিক্রি কমতে পারে।’
সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘বাংলাদেশে একটি শক্তিশালী সোর্সিং ভিত্তি তৈরি হয়েছে, যা এক দিনে সরানো কঠিন। তবে আমরা যদি এখনই লবিস্ট ফার্ম নিযুক্ত না করি বা কৌশলগত কূটনীতি না চালাই; তবে আগামী দিনে আমরা সেই ভিত্তিও হারাতে পারি।’
বিজিএমইএর পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নিজেদের সরকারে চাপ তৈরির জন্য যোগাযোগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, ৩৫ শতাংশ পাল্টা শুল্কের ঘোষণার পর বাংলাদেশের রপ্তানি খাত এখন এক ভয়াবহ ঝুঁকির মুখে। যাদের ওপর এই চাপ সরাসরি পড়ছে, তারা শুধু লাভের হিসাব নয়, টিকে থাকার হিসাব কষতে শুরু করেছে।
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খাতে বছরে ৩ বিলিয়ন ডলারের বেশি বাড়তি খরচ যোগ হবে, এমন আশঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছে দুই হাজারের বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি শঙ্কায় রয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা, যাঁদের মধ্যে অন্তত ৮০০ প্রতিষ্ঠানের রপ্তানিনির্ভরতা ৫০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রের বাজারে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৭৭। এগুলোর মধ্যে ৮০১টি প্রতিষ্ঠানের অন্তত অর্ধেক রপ্তানি যুক্তরাষ্ট্রনির্ভর। শুধু এই গোষ্ঠী গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৫০৫ কোটি ডলারের পণ্য, যা মার্কিন বাজারে বাংলাদেশের মোট রপ্তানির ৫৮ শতাংশ। বিজিএমইএর তালিকা বলছে, এর মধ্যে ১৬৮টি প্রতিষ্ঠান একেবারে শতভাগ মার্কিন বাজারের ওপর নির্ভরশীল।
ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৮৭ বিলিয়ন ডলারের পণ্য। এখন পর্যন্ত এই পণ্যে গড়ে ১৫ দশমিক ৫ শতাংশ শুল্ক পরিশোধ করা হলেও গত এপ্রিল থেকে আরও ১০ শতাংশ বাড়তি পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে তা বেড়ে দাঁড়াবে ৩৫ শতাংশে। এই হারে অতিরিক্ত শুল্ক কার্যকর হলে ২০২৪ সালের রপ্তানির ওপর ভিত্তি করে বছরে বাংলাদেশের বাড়তি খরচ হবে ৩ বিলিয়ন ডলারের বেশি।
রপ্তানিকারকেরা বলছেন, বাস্তব পরিস্থিতিতে এই বাড়তি শুল্কের পুরোটা ক্রেতারা নিতে রাজি হবেন না। বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, ‘ক্রেতারা ইতিমধ্যে ফ্রেইট, বিদ্যমান শুল্কসহ বেশি দামে পোশাক নিচ্ছে। এখন তারা ৩৫ শতাংশ বাড়তি শুল্কের চাপ নেবে না। তারা উল্টো দাম কমাতে চাপ দেবে। আমরা তো এমনিতে মুনাফার বাইরে গিয়ে টিকে আছি। অনেকে টিকতে পারবে না।’
ক্রেতারাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের ফরচুন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। সম্পূর্ণ মার্কিন বাজারনির্ভর প্রতিষ্ঠানটি গত বছর যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। তিনি বলেন, ‘ভিয়েতনাম ও অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় আমাদের শুল্কহার ১৫ শতাংশ বেশি। ক্রেতারা শঙ্কিত। শুল্ক না কমলে তারা বাংলাদেশ থেকে ব্যবসা সরিয়ে নেবে।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, ‘শুল্ক কার্যকর হতে এখনো প্রায় তিন সপ্তাহ সময় রয়েছে। আমরা আশাবাদী, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। যদি শেষ পর্যন্ত ৩৫ শতাংশ শুল্ক বহাল থাকে; তবে পোশাক খাতে বিপর্যয় নেমে আসবে। বিশেষ করে যারা মার্কিন বাজারে এককভাবে নির্ভরশীল।’
বিজিএমইএ একটি পূর্ণাঙ্গ আর্থিক ক্ষতির হিসাব তৈরি করছে এবং তা সরকারের শীর্ষ মহলে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।
ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে পোশাকের আমদানি খরচ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপরই চাপাবে। অর্থাৎ দোকানে পোশাকের দাম বাড়বে। কারণ, ক্রেতা প্রতিষ্ঠানগুলো সেই বাড়তি খরচ পণ্যের দামে অন্তর্ভুক্ত করবে। ফলে মার্কিন ক্রেতারা হয়তো দাম বেশি হওয়ায় আগের মতো সহজে পোশাক কিনবেন না। ফলে বিক্রি কমতে পারে।’
সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘বাংলাদেশে একটি শক্তিশালী সোর্সিং ভিত্তি তৈরি হয়েছে, যা এক দিনে সরানো কঠিন। তবে আমরা যদি এখনই লবিস্ট ফার্ম নিযুক্ত না করি বা কৌশলগত কূটনীতি না চালাই; তবে আগামী দিনে আমরা সেই ভিত্তিও হারাতে পারি।’
বিজিএমইএর পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নিজেদের সরকারে চাপ তৈরির জন্য যোগাযোগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, ৩৫ শতাংশ পাল্টা শুল্কের ঘোষণার পর বাংলাদেশের রপ্তানি খাত এখন এক ভয়াবহ ঝুঁকির মুখে। যাদের ওপর এই চাপ সরাসরি পড়ছে, তারা শুধু লাভের হিসাব নয়, টিকে থাকার হিসাব কষতে শুরু করেছে।
আরও খবর পড়ুন:
দেশে এখন আর ডলারের সংকট নেই। ফলে আমদানির ওপর কড়াকড়িও অনেকটা কমে গেছে। এর প্রভাব পড়েছে বাজারে। ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই ও আগস্ট দুই মাসে আমদানির জন্য ১১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। আগের বছর একই সময়ে..
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল বিক্রির ওপর পশ্চিমা বিশ্বের চাপ আরও কঠোর হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে যাচ্ছে এবং ব্রিটেন রাশিয়ার শীর্ষ তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
৬ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র–ফার্নিচার–সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫ ’। আজ বৃহস্পতিবার এফ টাচ ইভেন্টস লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ।
১৩ ঘণ্টা আগেব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে বহুল আলোচিত বর্ধিত মাশুল কার্যকর হয়েছে। বুধবার থেকে এই নতুন হার অনুযায়ী বন্দর ফি আদায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র ওমর ফারুক। তিনি জানান, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার পর থেকে বন্দরে অবস্থানরত জাহাজ...
১ দিন আগে