নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রবাসী আয়ের ওপর দুই শতাংশই প্রণোদনা রাখছে সরকার। এ প্রণোদনা চার শতাংশ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রস্তাব গিয়েছিল অর্থমন্ত্রীর কাছে। কিন্তু ২০২০-২১ অর্থ বছরের মত এ প্রণোদনা এ বছরেও অপরিবর্তিত থাকছে। ২০২১-২২ অর্থ বছরে বাজেট ঘোষণার বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, কোভিড-১৯ মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা জনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে প্রবাসী আয় আমাদের স্বস্তির মধ্যে রেখেছে। চলতি অর্থ বছরে রেমিট্যান্স এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন। সামগ্রিক বাস্তবতায় এবং বৈধ পথে প্রবাসী আয় প্রেরণকে উৎসাহিত করতে আগামী অর্থ বছরেও এ খাতে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষ প্যাকেজ কর্মসূচি চালুর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, করোনার মধ্যে ২০২০ সালে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন শ্রমিক রপ্তানি করতে পেরেছে বাংলাদেশ। এ বছরে প্রথাগত বাজারের বাইরে এসে পূর্ব ইউরোপের পোল্যান্ড, আলবেনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, বসনিয়া, এশিয়ার উজবেকিস্তান, কাজাখস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় নতুন শ্রম বাজার হিসেবে কর্মী প্রেরণ শুরু হয়েছে। এ ছাড়া ২০২০ সালে ২১ হাজার ৯৩৪ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান করেছে বাংলাদেশ।
আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের ওপর চাপ কমাতে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার ২০১৮ অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে এক হাজার কর্মী বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জনবল সৃষ্টি, আরও ২২ জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন, প্রবাসী কর্মীদের কল্যাণে বিদেশে আরও নতুন ৭টি শ্রম কল্যাণ উইং স্থাপন এবং ৮টি বিভাগীয় শহরে বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিজস্ব ভবন স্থাপনসহ মাঠ পর্যায়ে বিশ্ব মানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে।
আরও পড়ুন:
ঢাকা: প্রবাসী আয়ের ওপর দুই শতাংশই প্রণোদনা রাখছে সরকার। এ প্রণোদনা চার শতাংশ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রস্তাব গিয়েছিল অর্থমন্ত্রীর কাছে। কিন্তু ২০২০-২১ অর্থ বছরের মত এ প্রণোদনা এ বছরেও অপরিবর্তিত থাকছে। ২০২১-২২ অর্থ বছরে বাজেট ঘোষণার বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, কোভিড-১৯ মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা জনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে প্রবাসী আয় আমাদের স্বস্তির মধ্যে রেখেছে। চলতি অর্থ বছরে রেমিট্যান্স এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন। সামগ্রিক বাস্তবতায় এবং বৈধ পথে প্রবাসী আয় প্রেরণকে উৎসাহিত করতে আগামী অর্থ বছরেও এ খাতে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষ প্যাকেজ কর্মসূচি চালুর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, করোনার মধ্যে ২০২০ সালে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন শ্রমিক রপ্তানি করতে পেরেছে বাংলাদেশ। এ বছরে প্রথাগত বাজারের বাইরে এসে পূর্ব ইউরোপের পোল্যান্ড, আলবেনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, বসনিয়া, এশিয়ার উজবেকিস্তান, কাজাখস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় নতুন শ্রম বাজার হিসেবে কর্মী প্রেরণ শুরু হয়েছে। এ ছাড়া ২০২০ সালে ২১ হাজার ৯৩৪ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান করেছে বাংলাদেশ।
আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের ওপর চাপ কমাতে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার ২০১৮ অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে এক হাজার কর্মী বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জনবল সৃষ্টি, আরও ২২ জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন, প্রবাসী কর্মীদের কল্যাণে বিদেশে আরও নতুন ৭টি শ্রম কল্যাণ উইং স্থাপন এবং ৮টি বিভাগীয় শহরে বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিজস্ব ভবন স্থাপনসহ মাঠ পর্যায়ে বিশ্ব মানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে।
আরও পড়ুন:
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
৮ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৫ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে