Ajker Patrika

২০ হাজার করদাতার অনলাইন সিস্টেমে আয়কর রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ হাজার করদাতার অনলাইন সিস্টেমে আয়কর রিটার্ন দাখিল

করদাতাদের জন্য রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু হওয়ার পর এখন পর্যন্ত ২০ হাজার করদাতা অনলাইনের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন জমা করেছেন। 

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি উন্মুক্ত করা হয়। 

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২০ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত