চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বিশ্বে বিদ্যমান বৈষম্য এবং ২০২০ সাল থেকে ধনীরা কীভাবে নিজেদের সম্পদ দ্বিগুণ করেছেন তা তুলে ধরা হয়েছে।
‘ইনেকুয়্যালিটি ইনকরপোরেটেড’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক, বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং মার্ক জুকারবার্গ প্রতি ঘণ্টায় ১ কোটি ৪০ লাখ ডলার করে সম্পদ বৃদ্ধি করেছে, যা উদ্বেগজনক। এখন তাঁদের মোট সম্পদের পরিমাণ ৮৬ হাজার ৯০০ কোটি ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদ বাড়লেও ৫০০ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন।
অক্সফামের প্রতিবেদনে প্রকাশিত আরেকটি বিস্ময়কর তথ্য হলো—এই পাঁচ ধনকুবের যদি প্রত্যেকে দৈনিক ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করেন, এরপরেও তাঁদের মোট সম্পদ শেষ করতে ৪৭৬ বছর (গড়ে) সময় লাগবে।
জরিপ অনুসারে (যদিও অফিশিয়াল পদ্ধতি দেওয়া হয়নি) মাস্ক যদি প্রতিদিন ১০ লাখ ডলার ব্যয় করেন তবে তাঁর সম্পদ শেষ করতে ৬৭৩ বছর সময় লাগবে। অন্যদিকে, জেফ বেজোস যদি একই হারে ব্যয় করেন তবে তাঁর সম্পদ শেষ করতে ৪৫৯ বছর লাগবে।
অক্সফাম আরও বলেছে, বিশ্বব্যাপী পুরুষেরা নারীদের তুলনায় ১ লক্ষ কোটি ডলারের বেশি সম্পদের মালিক। একই সঙ্গে বিশ্বের ১ শতাংশ ধনী ব্যক্তিদের হাতে পৃথিবীর মোট সম্পদের ৪৩ ভাগ কুক্ষিগত রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
অক্সফামের বিশ্লেষণে আরও জানা গেছে, আগামী দশকের মধ্যে বিশ্ব প্রথম ট্রিলিওনিয়ার দেখতে পাবে। টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ২০৩০ সালের মধ্যে বিশ্বের দারিদ্র্য অবসানের লক্ষ্য আরও ২২৯ বছরেও পূরণ নাও হতে পারে।
প্রতিবেদনটি প্রকাশের সময় ২২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। কিন্তু এই সপ্তাহের শুরুতে তিনি সেই অবস্থান থেকে ছিটকে পড়েছেন। মোয়েট হেনেসি লুই ভিটনের (এলভিএমএইচ) চেয়ারম্যান এবং সিইও বার্নার্ড আর্নল্টের দখলে এখন সবচেয়ে ধনীর খেতাব।
ফোর্বসের মতে, ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট এবং তাঁর পরিবারের মোট সম্পদ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বৃদ্ধির পর এখন ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে টেসলার সিইওর মোট সম্পদের পরিমাণ এখন ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বিশ্বে বিদ্যমান বৈষম্য এবং ২০২০ সাল থেকে ধনীরা কীভাবে নিজেদের সম্পদ দ্বিগুণ করেছেন তা তুলে ধরা হয়েছে।
‘ইনেকুয়্যালিটি ইনকরপোরেটেড’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক, বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং মার্ক জুকারবার্গ প্রতি ঘণ্টায় ১ কোটি ৪০ লাখ ডলার করে সম্পদ বৃদ্ধি করেছে, যা উদ্বেগজনক। এখন তাঁদের মোট সম্পদের পরিমাণ ৮৬ হাজার ৯০০ কোটি ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদ বাড়লেও ৫০০ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন।
অক্সফামের প্রতিবেদনে প্রকাশিত আরেকটি বিস্ময়কর তথ্য হলো—এই পাঁচ ধনকুবের যদি প্রত্যেকে দৈনিক ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করেন, এরপরেও তাঁদের মোট সম্পদ শেষ করতে ৪৭৬ বছর (গড়ে) সময় লাগবে।
জরিপ অনুসারে (যদিও অফিশিয়াল পদ্ধতি দেওয়া হয়নি) মাস্ক যদি প্রতিদিন ১০ লাখ ডলার ব্যয় করেন তবে তাঁর সম্পদ শেষ করতে ৬৭৩ বছর সময় লাগবে। অন্যদিকে, জেফ বেজোস যদি একই হারে ব্যয় করেন তবে তাঁর সম্পদ শেষ করতে ৪৫৯ বছর লাগবে।
অক্সফাম আরও বলেছে, বিশ্বব্যাপী পুরুষেরা নারীদের তুলনায় ১ লক্ষ কোটি ডলারের বেশি সম্পদের মালিক। একই সঙ্গে বিশ্বের ১ শতাংশ ধনী ব্যক্তিদের হাতে পৃথিবীর মোট সম্পদের ৪৩ ভাগ কুক্ষিগত রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
অক্সফামের বিশ্লেষণে আরও জানা গেছে, আগামী দশকের মধ্যে বিশ্ব প্রথম ট্রিলিওনিয়ার দেখতে পাবে। টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ২০৩০ সালের মধ্যে বিশ্বের দারিদ্র্য অবসানের লক্ষ্য আরও ২২৯ বছরেও পূরণ নাও হতে পারে।
প্রতিবেদনটি প্রকাশের সময় ২২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। কিন্তু এই সপ্তাহের শুরুতে তিনি সেই অবস্থান থেকে ছিটকে পড়েছেন। মোয়েট হেনেসি লুই ভিটনের (এলভিএমএইচ) চেয়ারম্যান এবং সিইও বার্নার্ড আর্নল্টের দখলে এখন সবচেয়ে ধনীর খেতাব।
ফোর্বসের মতে, ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট এবং তাঁর পরিবারের মোট সম্পদ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বৃদ্ধির পর এখন ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে টেসলার সিইওর মোট সম্পদের পরিমাণ এখন ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
২১ মিনিট আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৩৯ মিনিট আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
১ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
১ ঘণ্টা আগে