Ajker Patrika

দৈনিক ১০ লাখ ডলার খরচ করলেও ৪০০ বছরে ফুরাবে না পাঁচ ধনকুবেরের সম্পদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২২: ৩৮
দৈনিক ১০ লাখ ডলার খরচ করলেও ৪০০ বছরে ফুরাবে না পাঁচ ধনকুবেরের সম্পদ

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বিশ্বে বিদ্যমান বৈষম্য এবং ২০২০ সাল থেকে ধনীরা কীভাবে নিজেদের সম্পদ দ্বিগুণ করেছেন তা তুলে ধরা হয়েছে।

‘ইনেকুয়্যালিটি ইনকরপোরেটেড’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক, বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং মার্ক জুকারবার্গ প্রতি ঘণ্টায় ১ কোটি ৪০ লাখ ডলার করে সম্পদ বৃদ্ধি করেছে, যা উদ্বেগজনক। এখন তাঁদের মোট সম্পদের পরিমাণ ৮৬ হাজার ৯০০ কোটি ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদ বাড়লেও ৫০০ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন।

অক্সফামের প্রতিবেদনে প্রকাশিত আরেকটি বিস্ময়কর তথ্য হলো—এই পাঁচ ধনকুবের যদি প্রত্যেকে দৈনিক ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করেন, এরপরেও তাঁদের মোট সম্পদ শেষ করতে ৪৭৬ বছর (গড়ে) সময় লাগবে।

জরিপ অনুসারে (যদিও অফিশিয়াল পদ্ধতি দেওয়া হয়নি) মাস্ক যদি প্রতিদিন ১০ লাখ ডলার ব্যয় করেন তবে তাঁর সম্পদ শেষ করতে ৬৭৩ বছর সময় লাগবে। অন্যদিকে, জেফ বেজোস যদি একই হারে ব্যয় করেন তবে তাঁর সম্পদ শেষ করতে ৪৫৯ বছর লাগবে।

অক্সফাম আরও বলেছে, বিশ্বব্যাপী পুরুষেরা নারীদের তুলনায় ১ লক্ষ কোটি ডলারের বেশি সম্পদের মালিক। একই সঙ্গে বিশ্বের ১ শতাংশ ধনী ব্যক্তিদের হাতে পৃথিবীর মোট সম্পদের ৪৩ ভাগ কুক্ষিগত রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

অক্সফামের বিশ্লেষণে আরও জানা গেছে, আগামী দশকের মধ্যে বিশ্ব প্রথম ট্রিলিওনিয়ার দেখতে পাবে। টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ২০৩০ সালের মধ্যে বিশ্বের দারিদ্র্য অবসানের লক্ষ্য আরও ২২৯ বছরেও পূরণ নাও হতে পারে।

প্রতিবেদনটি প্রকাশের সময় ২২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। কিন্তু এই সপ্তাহের শুরুতে তিনি সেই অবস্থান থেকে ছিটকে পড়েছেন। মোয়েট হেনেসি লুই ভিটনের (এলভিএমএইচ) চেয়ারম্যান এবং সিইও বার্নার্ড আর্নল্টের দখলে এখন সবচেয়ে ধনীর খেতাব।

ফোর্বসের মতে, ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট এবং তাঁর পরিবারের মোট সম্পদ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বৃদ্ধির পর এখন ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে টেসলার সিইওর মোট সম্পদের পরিমাণ এখন ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত