Ajker Patrika

মহামারির ধাক্কা খেয়েও উচ্চ প্রবৃদ্ধির পথে ভিয়েতনাম

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৯: ০০
মহামারির ধাক্কা খেয়েও উচ্চ প্রবৃদ্ধির পথে ভিয়েতনাম

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাপিয়ে যাওয়া দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ভিয়েতনাম করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলেও উচ্চ প্রবৃদ্ধির পথে রয়েছে ভিয়েতনাম।

সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ৬ থেকে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও, তা ছাড়িয়ে ৮ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কমিউনিস্ট পার্টিশাসিত দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর তাদের রপ্তানি সাড়ে ৯ শতাংশ বেড়ে ৩৬ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রবাহ ৬ দশমিক ৪ শতাংশ থেকে ১১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়ে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হতে পারে।

সরকার বলছে, এশিয়ার অন্যতম শিল্প কেন্দ্র ভিয়েতনাম মহামারির ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। 

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বছরের বাকি সময় ‘নমনীয় ও দূরদর্শী’ মুদ্রা নীতি অনুসরণের পরিকল্পনা আছে দেশটির। আগামী বছরের জন্য নমনীয়ভাবে প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৬ শতাংশই রেখেছে তারা; আর মূল্যস্ফীতি সাড়ে ৪ শতাংশের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত