Ajker Patrika

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা করার প্রস্তাব মালিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৬: ৪৭
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা করার প্রস্তাব মালিকদের

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের প্রস্তাবের চেয়ে ২১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। 
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মালিক, শ্রমিক ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ডের এক বৈঠকে এই প্রস্তাব দেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। 

বৈঠকে উপস্থিত দুজন প্রতিনিধি আজকের পত্রিকাকে মালিকপক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিদ্দিকুর রহমানের বলেন, ‘আমরা নতুন একটি প্রস্তাব দিয়েছি। এখন মিটিংয়ে আছি কথা বলতে পারব না।’ 

বৈঠক সূত্রে জানা গেছে, মালিকপক্ষের এই প্রস্তাব নিয়ে শ্রম মন্ত্রণালয় অধিকতর আলোচনার পর সচিবালয়ে আজ ব্রিফিং করা হতে পারে। 

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে মালিকপক্ষ থেকে ১০ হাজার ৪০০ টাকা দেওয়ার প্রস্তাব করলে শ্রমিকেরা গাজীপুর আশুলিয়াসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। এর জেরে প্রায় ৪০০টির মতো কারখানা বন্ধ হয়ে যায়। গত শনিবার থেকে পুলিশ ও বিজিবি কঠোর নিরাপত্তার মধ্যে আবারও পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এর মধ্যেও গাজীপুরের কোনো কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর আসতে থাকে। ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আজও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দেয়। 

আজ ন্যূনতম মজুরি নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও মালিক ও শ্রমিক প্রতিনিধি দেরিতে আসায় বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত