Ajker Patrika

ঢাকার বিমানবন্দরের মান বজায় রাখতে প্রযুক্তি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউএনবি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪৪
ঢাকার বিমানবন্দরের মান বজায় রাখতে প্রযুক্তি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক মান বজায় রাখতে কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নতুন আন্তর্জাতিক রুট স্থাপন এবং আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণের জন্য শক্তিশালী বিমানবন্দর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ ছাড়া বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের আরও উন্নয়ন এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা হয়। 

আলোচনার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। বাংলাদেশ বিমানকে এই রুটটি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত হাস। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথরিটির (এফএএ) গাইডলাইন অনুসরণ করে বাংলাদেশকে ক্যাটাগরি-১-এ উন্নীত করার লক্ষ্যে বেবিচক ও বিমানের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান। 

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বিমানের বহর ও সেবা সম্প্রসারণের জন্য নতুন উড়োজাহাজ কেনার বাণিজ্যিক সক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত