নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোথাও জমে আছে কাঁদা, কোথাও থইথই করছে পানি। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভোর থেকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিকেল পর্যন্ত বাজারে ক্রেতা সমাগম ছিল অনেকটাই কম। ক্রেতা খরা থাকলেও সব ধরনের নিত্যপণ্যের দাম ছিল আকাশছোঁয়া।
রামপুরা, মেরাদিয়া ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে চালের দাম। সরু চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়ে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৭২-৭৪ টাকায় আর নাজিরশাইল ৭২-৭৮ টাকায়। মোটা চালের দামও বেড়েছে। আটাশসহ বিভিন্ন জাতের মোটা চাল প্রতি কেজি ৫৮-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ঊর্ধ্বগতির বাজারে পেঁয়াজ, আলুসহ অন্যান্য সবজির উল্লম্ফন অব্যাহত আছে। শুক্রবার বাজারে প্রতি কেজি লাল আলু ৬২-৬৫ টাকা ও সাদা আলু ৬০-৬২ টাকা দরে বিক্রি হয়েছে। আর বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে পেঁয়াজের দাম বেড়ে এখন দেড় শ ছোঁয়ার পথে। শুক্রবার বাজারে জাত ও মান ভেদে পেঁয়াজ ১২০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। ফার্মের বাদামি ডিম ৫০-৫২ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম। ১০০ টাকার নিচে খুব কম সবজিই পাওয়া যাচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। বেগুন প্রতি কেজি ১২০-১৩০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৮০-৮৫ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ১০০-১৩০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, করলা ১৪০ টাকা, পটল ৬০-৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। কমের মধ্যে আছে কেবল মিষ্টি কুমড়া, সেটার দামও কেজি প্রতি ৫০ টাকা। কাঁচা মরিচের দাম আরও বেড়ে প্রতি কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির চড়াদামের কারণে একাধিক ক্রেতাকে পিস হিসেবে বেগুন, চিচিঙ্গা, টমেটোসহ বিভিন্ন সবজি কিনতে দেখা গেছে।
মেরাদিয়া বাজারে সবজি কিনতে আসা ইসমত আরা বলেন, সবজির যা দাম। বেগুন, চিচিঙ্গা দুইটা তিনটা করে কিনতেছি।
সবজির চড়াদামের কারণ জানতে চাইলে রামপুরা বাজারের বিক্রেতা সজীব মিয়া বলেন, বৃষ্টিতে অনেক সবজি পঁচবো। সেই দাম তো তুলতে হইব। তাছাড়া সবজি কিনতেও হইতেছে বেশি দামে। তাই বেচার সময়ই বেশি দাম রাখা লাগে। এইখানে আমগো হাত নাই।
চাল, পেঁয়াজসহ বিভিন্ন সবজির আকাশছোঁয়া দামের কারণ সম্পর্কে জানতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরু ও খাসির মাংস আগের মতোই কেজিপ্রতি যথাক্রমে ৭৮০ টাকা এবং এক হাজার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
কোথাও জমে আছে কাঁদা, কোথাও থইথই করছে পানি। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভোর থেকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিকেল পর্যন্ত বাজারে ক্রেতা সমাগম ছিল অনেকটাই কম। ক্রেতা খরা থাকলেও সব ধরনের নিত্যপণ্যের দাম ছিল আকাশছোঁয়া।
রামপুরা, মেরাদিয়া ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে চালের দাম। সরু চালের দাম কেজিতে ২-৪ টাকা বেড়ে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৭২-৭৪ টাকায় আর নাজিরশাইল ৭২-৭৮ টাকায়। মোটা চালের দামও বেড়েছে। আটাশসহ বিভিন্ন জাতের মোটা চাল প্রতি কেজি ৫৮-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ঊর্ধ্বগতির বাজারে পেঁয়াজ, আলুসহ অন্যান্য সবজির উল্লম্ফন অব্যাহত আছে। শুক্রবার বাজারে প্রতি কেজি লাল আলু ৬২-৬৫ টাকা ও সাদা আলু ৬০-৬২ টাকা দরে বিক্রি হয়েছে। আর বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে পেঁয়াজের দাম বেড়ে এখন দেড় শ ছোঁয়ার পথে। শুক্রবার বাজারে জাত ও মান ভেদে পেঁয়াজ ১২০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। ফার্মের বাদামি ডিম ৫০-৫২ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম। ১০০ টাকার নিচে খুব কম সবজিই পাওয়া যাচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। বেগুন প্রতি কেজি ১২০-১৩০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গা ৮০-৮৫ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ১০০-১৩০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, করলা ১৪০ টাকা, পটল ৬০-৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। কমের মধ্যে আছে কেবল মিষ্টি কুমড়া, সেটার দামও কেজি প্রতি ৫০ টাকা। কাঁচা মরিচের দাম আরও বেড়ে প্রতি কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির চড়াদামের কারণে একাধিক ক্রেতাকে পিস হিসেবে বেগুন, চিচিঙ্গা, টমেটোসহ বিভিন্ন সবজি কিনতে দেখা গেছে।
মেরাদিয়া বাজারে সবজি কিনতে আসা ইসমত আরা বলেন, সবজির যা দাম। বেগুন, চিচিঙ্গা দুইটা তিনটা করে কিনতেছি।
সবজির চড়াদামের কারণ জানতে চাইলে রামপুরা বাজারের বিক্রেতা সজীব মিয়া বলেন, বৃষ্টিতে অনেক সবজি পঁচবো। সেই দাম তো তুলতে হইব। তাছাড়া সবজি কিনতেও হইতেছে বেশি দামে। তাই বেচার সময়ই বেশি দাম রাখা লাগে। এইখানে আমগো হাত নাই।
চাল, পেঁয়াজসহ বিভিন্ন সবজির আকাশছোঁয়া দামের কারণ সম্পর্কে জানতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরু ও খাসির মাংস আগের মতোই কেজিপ্রতি যথাক্রমে ৭৮০ টাকা এবং এক হাজার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
৪ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১১ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে