Ajker Patrika

‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’ শুরু শুক্রবার

বিজ্ঞপ্তি
ছবি: বিজ্ঞপ্তি
ছবি: বিজ্ঞপ্তি

আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) থেকে টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হতে যাচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’। প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে এবং একই সঙ্গে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকিতে।

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর, আর্ট অব প্লেটিং: সিজন ২ হতে যাচ্ছে আরও বড় পরিসরে এবং আরও কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাঁদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে।

‘আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই’, বলেন আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, ১০ লাখ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার ৫ লাখ টাকা, তৃতীয় পুরস্কার ৩ লাখ টাকা, চতুর্থ-পঞ্চম পুরস্কার ১ লাখ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি।

প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তাঁরা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।

খাবারের উপস্থাপনার জাদু প্রত্যক্ষ করতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে প্রতিটি প্লেট একটি গল্প এবং যেখানে সৃজনশীলতা সীমাহীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত