রেমিট্যান্স হাউস মালিকদের সংগঠন ‘নন-রেসিডেন্ট বাংলাদেশি গ্লোবাল রেমিট্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন’-এর কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হয়েছেন এনইসি মানি ট্রান্সফারের চেয়ারম্যান ইকরাম ফরাজি।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ডলারের সংকট সমাধানে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন রেমিট্যান্স কোম্পানিগুলো দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে আরও ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যেই কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি লন্ডনে নন-রেসিডেন্ট বাংলাদেশি গ্লোবাল রেমিট্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অভিষেক ও একটি আলোচনাসভার আয়োজন করা হয়।
‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
প্রধান অতিথির বক্তব্যে সাইদা মুনা তাসনীম বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বৈধ পথ এবং মূলত ব্যাংকিং চ্যানেলগুলো ব্যবহারের ওপর জোর দেন। তিনি এনআরবিদের প্রতি পেশাদার ও বন্ধুত্বপূর্ণ পরিষেবার তাৎপর্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, সর্বশেষ প্রযুক্তিগত উন্নয়নের সুবিধাগুলো গ্রহণ করে সুপরিচিত আন্তর্জাতিক অর্থ স্থানান্তর কোম্পানিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এসব রেমিট্যান্স হাউস সেবার মানকে আরও উন্নত ও বহুমুখী করবে।
হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন সংগঠনের সভাপতি ইকরাম ফরাজি, সহসভাপতি সানাম মিয়া, ইতালি থেকে মোহাম্মদ ইদ্রিস ফরাজী, জাপান থেকে সরোয়ার সানি, যুক্তরাষ্ট্র থেকে কামাল হোসেন, এ এন এম ফরহাদ, মাসুদ রানা তপন, কানাডা থেকে গুলজার আহমেদ, যুক্তরাজ্য থেকে কামাল হোসেন, নওফেল জামির, বাংলাদেশ থেকে আনোয়ার ফরাজী, দক্ষিণ আফ্রিকা থেকে কাজী ফরহাদ কামাল, গ্রিস থেকে শাহীন তালুকদার, স্পেন থেকে আবু বক্কর আবদুল্লাহ, মধ্যপ্রাচ্য থেকে খোরশেদ আলম, মামুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। তিনি বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স আনার জন্য কাজ করে যাচ্ছে। প্রবাসী মালিকানাধীন কোম্পানিগুলোর কমিটি গঠন একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি আশা করেন, এই সংগঠনের কার্যকর উদ্যোগের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স-প্রবাহ বৃদ্ধি পাবে।
সংগঠনের সভাপতি ইকরাম ফরাজি প্রবাসী-আয় পাঠানোর ক্ষেত্রে অবৈধ চ্যানেল বা হুন্ডি কার্যক্রম প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ ও দেশপ্রেমের উদ্দীপনা নিয়ে রেমিট্যান্স-প্রবাহ বাড়াতে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রযুক্তিনির্ভর, অধিকতর উন্নত, আধুনিক ও দ্রুত সেবার বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, সংগঠনের সহসভাপতি সানাম মিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি নেতারা বক্তব্য দেন।
রেমিট্যান্স হাউস মালিকদের সংগঠন ‘নন-রেসিডেন্ট বাংলাদেশি গ্লোবাল রেমিট্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন’-এর কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হয়েছেন এনইসি মানি ট্রান্সফারের চেয়ারম্যান ইকরাম ফরাজি।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ডলারের সংকট সমাধানে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন রেমিট্যান্স কোম্পানিগুলো দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে আরও ভূমিকা রাখতে চায়। এ লক্ষ্যেই কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি লন্ডনে নন-রেসিডেন্ট বাংলাদেশি গ্লোবাল রেমিট্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অভিষেক ও একটি আলোচনাসভার আয়োজন করা হয়।
‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
প্রধান অতিথির বক্তব্যে সাইদা মুনা তাসনীম বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বৈধ পথ এবং মূলত ব্যাংকিং চ্যানেলগুলো ব্যবহারের ওপর জোর দেন। তিনি এনআরবিদের প্রতি পেশাদার ও বন্ধুত্বপূর্ণ পরিষেবার তাৎপর্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, সর্বশেষ প্রযুক্তিগত উন্নয়নের সুবিধাগুলো গ্রহণ করে সুপরিচিত আন্তর্জাতিক অর্থ স্থানান্তর কোম্পানিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এসব রেমিট্যান্স হাউস সেবার মানকে আরও উন্নত ও বহুমুখী করবে।
হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন সংগঠনের সভাপতি ইকরাম ফরাজি, সহসভাপতি সানাম মিয়া, ইতালি থেকে মোহাম্মদ ইদ্রিস ফরাজী, জাপান থেকে সরোয়ার সানি, যুক্তরাষ্ট্র থেকে কামাল হোসেন, এ এন এম ফরহাদ, মাসুদ রানা তপন, কানাডা থেকে গুলজার আহমেদ, যুক্তরাজ্য থেকে কামাল হোসেন, নওফেল জামির, বাংলাদেশ থেকে আনোয়ার ফরাজী, দক্ষিণ আফ্রিকা থেকে কাজী ফরহাদ কামাল, গ্রিস থেকে শাহীন তালুকদার, স্পেন থেকে আবু বক্কর আবদুল্লাহ, মধ্যপ্রাচ্য থেকে খোরশেদ আলম, মামুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। তিনি বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স আনার জন্য কাজ করে যাচ্ছে। প্রবাসী মালিকানাধীন কোম্পানিগুলোর কমিটি গঠন একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি আশা করেন, এই সংগঠনের কার্যকর উদ্যোগের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স-প্রবাহ বৃদ্ধি পাবে।
সংগঠনের সভাপতি ইকরাম ফরাজি প্রবাসী-আয় পাঠানোর ক্ষেত্রে অবৈধ চ্যানেল বা হুন্ডি কার্যক্রম প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ ও দেশপ্রেমের উদ্দীপনা নিয়ে রেমিট্যান্স-প্রবাহ বাড়াতে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রযুক্তিনির্ভর, অধিকতর উন্নত, আধুনিক ও দ্রুত সেবার বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, সংগঠনের সহসভাপতি সানাম মিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি নেতারা বক্তব্য দেন।
টানা ৯ বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। রাজস্ব আদায়ে প্রতিবছর কিছুটা প্রবৃদ্ধি থাকলেও তা পূর্বনির্ধারিত লক্ষ্য থেকে পিছিয়ে থাকছে। প্রস্তাবিত ও সংশোধিত, উভয় লক্ষ্যেই তৈরি হচ্ছে বড় ফারাক। ২০১৫-১৬ অর্থবছরের পর থেকে কোনো বছরই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি...
৭ ঘণ্টা আগে১১ বছরের সফল যাত্রা সম্পন্ন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থা গতকাল বৃহস্পতিবার ১২ বছরে পা রাখল। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা ইউএস-বাংলা আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে বাংলাদেশের আকাশে একটি নির্ভরতার নাম হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে৩৫ শতাংশ অতিরিক্ত শুল্কের চাপ এড়াতে বাণিজ্য ও অবাণিজ্য-সংক্রান্ত অনেক বিষয়ে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চাইছে বাংলাদেশ। এ বিষয়ে আগামী রোববার মার্কিন বাণিজ্য দপ্তরে (ইউএসটিআর) বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র পাঠানো হবে বলে জানা গেছে। এরপর বাংলাদেশের প্রস্তাবে যুক্তরাষ্ট্র কতটুকু সাড়া দেয়...
৮ ঘণ্টা আগেজনতা ব্যাংকের প্রস্তাবিত নতুন পদোন্নতি নীতিমালায় চাকরির মোট মেয়াদকে প্রধান বিবেচনায় এনে নম্বর নির্ধারণ করায় গভীর অসন্তোষ দেখা দিয়েছে ব্যাংকের অভ্যন্তরে। বিশেষত, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে ২০১৯ সাল ও পরবর্তী সময়ে সরাসরি জ্যেষ্ঠ অফিসার পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা...
১০ ঘণ্টা আগে