নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা মো. নুরুজ্জামান। পুঁজিবাজারে গত আড়াই মাসের দরপতনে তিনি প্রায় লাখ টাকার মতো পুঁজি হারিয়েছেন। পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করা বা নতুন শেয়ার কিনছেন না এই বিনিয়োগকারী। ঈদের পর পুঁজিবাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
নুরুজ্জামানের মতো অসংখ্য বিনিয়োগকারী ঈদের পরে পুঁজিবাজার কোন দিকে যায়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে বিনিয়োগকারীদের সিংহভাগই লোকসানের কারণে শেয়ার বিক্রি এবং নতুন করে শেয়ার কিনতে পারছেন না। ঈদ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণের পরই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তাঁরা।
বিনিয়োগকারীরা বলছেন, বাজার ঘুরে দাঁড়ালে নতুন করে বিনিয়োগ বা পুঁজিবাজারে থাকবেন। আর তা না হলে অনেকেই পুঁজিবাজার ত্যাগের সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে নুরুজ্জামান বলেন, ঈদের পর কী হয়, অপেক্ষায় আছি। পরিস্থিতি ভালো না হলে শেয়ার বিক্রি করে দেব। এ ছাড়া তো উপায় নেই। ভালো হলে অবশ্যই নতুন কিছু বিনিয়োগের চেষ্টা করব।
আরেক বিনিয়োগকারী ফিদুল বিশ্বাস বলেন, ‘বিনিয়োগকারীরা ভয় থেকে শেয়ার ছেড়ে দিচ্ছেন। গ্যাম্বলাররাও (জুয়াড়ি) শেয়ার ছেড়ে দিচ্ছে, এসব কারণে বাজার খারাপ হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা এমন পর্যায়ে চলে গেছে যে বিক্রিও করতে পারছে না, কিনতেও পারছে না। ঈদের পর কী হবে তা অনিশ্চয়তার মধ্যে। তারপরই হয়তো সবাই সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি, গ্যাম্বলাররা না তুললে বাজার ওপরে উঠবে না।’
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে বা পরে বলে নয়, এ রকম পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলুক, এটা আমরা চাই না। গতিশীল ব্যবসার ধর্মই হলো কেউ চলে যাবে, নতুন করে কেউ আসবে।’
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা মো. নুরুজ্জামান। পুঁজিবাজারে গত আড়াই মাসের দরপতনে তিনি প্রায় লাখ টাকার মতো পুঁজি হারিয়েছেন। পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করা বা নতুন শেয়ার কিনছেন না এই বিনিয়োগকারী। ঈদের পর পুঁজিবাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
নুরুজ্জামানের মতো অসংখ্য বিনিয়োগকারী ঈদের পরে পুঁজিবাজার কোন দিকে যায়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে বিনিয়োগকারীদের সিংহভাগই লোকসানের কারণে শেয়ার বিক্রি এবং নতুন করে শেয়ার কিনতে পারছেন না। ঈদ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণের পরই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তাঁরা।
বিনিয়োগকারীরা বলছেন, বাজার ঘুরে দাঁড়ালে নতুন করে বিনিয়োগ বা পুঁজিবাজারে থাকবেন। আর তা না হলে অনেকেই পুঁজিবাজার ত্যাগের সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে নুরুজ্জামান বলেন, ঈদের পর কী হয়, অপেক্ষায় আছি। পরিস্থিতি ভালো না হলে শেয়ার বিক্রি করে দেব। এ ছাড়া তো উপায় নেই। ভালো হলে অবশ্যই নতুন কিছু বিনিয়োগের চেষ্টা করব।
আরেক বিনিয়োগকারী ফিদুল বিশ্বাস বলেন, ‘বিনিয়োগকারীরা ভয় থেকে শেয়ার ছেড়ে দিচ্ছেন। গ্যাম্বলাররাও (জুয়াড়ি) শেয়ার ছেড়ে দিচ্ছে, এসব কারণে বাজার খারাপ হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা এমন পর্যায়ে চলে গেছে যে বিক্রিও করতে পারছে না, কিনতেও পারছে না। ঈদের পর কী হবে তা অনিশ্চয়তার মধ্যে। তারপরই হয়তো সবাই সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি, গ্যাম্বলাররা না তুললে বাজার ওপরে উঠবে না।’
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে বা পরে বলে নয়, এ রকম পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলুক, এটা আমরা চাই না। গতিশীল ব্যবসার ধর্মই হলো কেউ চলে যাবে, নতুন করে কেউ আসবে।’
৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘবে সমঝোতা চুক্তি করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগেজীবনের নিরাপত্তা নিশ্চিতে মানুষ যখন জীবনবিমা করেন, তখন তাঁদের প্রত্যাশা থাকে, দুঃসময়ে একটি আশ্রয় মিলবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সেই আশ্রয় বানিয়ে রাখা ছাদই ভেঙে পড়ছে। প্রতিবছর লাখ লাখ জীবনবিমা পলিসি বাতিল বা তামাদি হয়ে যাচ্ছে শুধু সময়মতো প্রিমিয়াম না দেওয়ার কারণে।
৫ ঘণ্টা আগেঅনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার ফলে এবার টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। বাজারে ছড়িয়ে পড়েছে সুস্বাদু ক্যালেন্ডার জাতের আনারস। প্রতিদিন জলছত্র কৃষি মার্কেট, গারোবাজার, মোটেরবাজারসহ বিভিন্ন স্থান থেকে দেশের নানা প্রান্তে যাচ্ছে প্রায় ৩ কোটি টাকার আনারস।
৫ ঘণ্টা আগেবিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
১০ ঘণ্টা আগে