নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়কর আইন সংস্কার ও যুগোপযোগী করতে টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৩ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হয়। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রুকাইয়া সুলতানা।
কর অঞ্চল-৬ ঢাকার কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার অমিত কুমার দাসকে।
কমিটির অন্য সদস্যরা হলেন—এনবিআরের প্রথম সচিব (কর বিধি) এম এম জিল্লুর রহমান, কর অঞ্চল–১৯, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) ড. লুৎফুর নাহার বেগম, বিসিএস কর একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, কর আপিল অঞ্চল–২ ও ঢাকার রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার তাপস কুমার চন্দ ও কর অঞ্চল–১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী।
প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যেতে পারে বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ইনকাম ট্যাক্স অরডিন্যান্স, ১৯৮৪ রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করে সম্পূর্ণ বাংলা ভাষায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) প্রণয়ন করা হয়, যা ২০২৩ সালের ২২ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। এই আইনের মূল ধারা, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন ইত্যাদি অধিকতর ব্যবসা ও জনবান্ধব করা এবং আইনটি মাঠ পর্যায়ে প্রয়োগ সহজতর করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
কমিটির কর্ম পরিধি বিষয়ে বলা হয়েছে, আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার; আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপনসমূহের প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার; বিদ্যমান কর ব্যয়সমূহ পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল।
আয়কর আইন সংস্কার ও যুগোপযোগী করতে টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৩ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হয়। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রুকাইয়া সুলতানা।
কর অঞ্চল-৬ ঢাকার কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার অমিত কুমার দাসকে।
কমিটির অন্য সদস্যরা হলেন—এনবিআরের প্রথম সচিব (কর বিধি) এম এম জিল্লুর রহমান, কর অঞ্চল–১৯, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) ড. লুৎফুর নাহার বেগম, বিসিএস কর একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, কর আপিল অঞ্চল–২ ও ঢাকার রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার তাপস কুমার চন্দ ও কর অঞ্চল–১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী।
প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যেতে পারে বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ইনকাম ট্যাক্স অরডিন্যান্স, ১৯৮৪ রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করে সম্পূর্ণ বাংলা ভাষায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) প্রণয়ন করা হয়, যা ২০২৩ সালের ২২ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। এই আইনের মূল ধারা, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন ইত্যাদি অধিকতর ব্যবসা ও জনবান্ধব করা এবং আইনটি মাঠ পর্যায়ে প্রয়োগ সহজতর করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
কমিটির কর্ম পরিধি বিষয়ে বলা হয়েছে, আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার; আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপনসমূহের প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার; বিদ্যমান কর ব্যয়সমূহ পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৯ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
১০ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
১০ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
১০ ঘণ্টা আগে