Ajker Patrika

১৩ লাখ টাকার কর ফাঁকি, ই-অরেঞ্জের বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৮: ১৩
Thumbnail image

১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এ মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

আজকের পত্রিকাকে তিনি জানান, গত ৮ জুন রাজধানীর গুলশানে ই-অরেঞ্জের অফিসে অভিযান চালিয়ে তাদের হিসাব বিবরণী জব্দ করা হয়। ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদ এতে নেতৃত্ব দেন। হিসাববিবরণী খতিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটি তাদের প্রাপ্ত কমিশনের ওপর আরোপিত ভ্যাট যথাযথভাবে জমা দেয়নি। তারা প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে সরকারের ১৩ লাখ ১৬ হাজার ১৫৮ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। 

ড. মইনুল খান বলেন, বিক্রয় তথ্য গোপন করা এবং ভ্যাট ফাঁকি দেওয়া ভ্যাট আইনের লঙ্ঘন। এ জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ফাঁকি দেওয়া ভ্যাট আদায় ও পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মামলার প্রতিবেদন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে (ঢাকা উত্তর) পাঠানো হয়েছে। 

গত ১৭ আগস্ট ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের মালিকদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির গ্রাহক মো. তাহেরুল ইসলাম। এ মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমান উল্যাহকে গত ২৩ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত