Ajker Patrika

বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা: বিডা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা: বিডা

বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা। বিশেষ করে এদেশের অটোমোবাইল, জুয়েলারি, পর্যটন খাতে প্রতিবেশী দেশের ব্যবসায়ীরা যৌথভাবে বড় বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। রোববার বিডার কনফারেন্স রুমে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গত ২৩ আগস্ট ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) আয়োজনে ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও কিনোট স্পিকার ছিলেন সিরাজুল ইসলাম।

সে কনফারেন্সের প্রাপ্তি তুলে ধরে সিরাজুল ইসলাম বলেন, কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বড় অঙ্কের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে বিনিয়োগের জন্য দেশটির কয়েকটি কোম্পানি ৯টি ইওআই (বিনিয়োগ আগ্রহ চুক্তি) স্বাক্ষর করেছে। এতে প্রাথমিক অবস্থায় ৮০০ কোটি টাকারও বেশি ভারতীয় বিনিয়োগ আসবে। 

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশের নিটল-নীলয় গ্রুপের সঙ্গে টিবিএস থ্রি হুইলার কার্গোর ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষর করেছে। দেশটির বিনিয়োগকারীরা টাটা ড্রাইসেল জেনারেটর, মাস্টার্ড ওয়েল জয়েন্ট ভেঞ্চার ইন বাংলাদেশ, মার্বেল অ্যান্ড গ্রানেট কার্টিং অ্যান্ড পলিশিং জয়েন্ট ভেঞ্চার ইন বাংলাদেশ, জুয়েলারি ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড অ্যান্ড হ্যান্ড মেইড, টুরিজম বিজনেসেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বিজয় এন্টারপ্রাইজের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তিও হয়েছে।  দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে লেখার ও ছাপার কাগজও আমদানি করবে। 

সিরাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী আগামী মাসে ভারত সফর করবেন। তখন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সঙ্গে তার মিটিং রয়েছে। ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।

মিডিয়া ব্রিফিংয়ে আইবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়। আমরা এটাকে তিন বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করছি।’

মিডিয়া ব্রিফিংয়ে আইবিসিসিআইর সহসভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আজাদ ও করপোরেট মেম্বার এম এ আজিজ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত