Ajker Patrika

দেশের অর্থনীতির জন্য পুঁজিবাজারের বিকাশ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

আজকের পত্রিকা ডেস্ক­
রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বিএসইসির বৈঠক। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বিএসইসির বৈঠক। ছবি: আজকের পত্রিকা

দেশের অর্থনীতির উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ ও উন্নয়ন করতে হবে। দেশের অর্থনীতির স্বার্থে সমন্বিত আর্থিক ব্যবস্থা ও নীতিমালা দরকার।

এদিন এফআইডি সচিব নাজমা মোবারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসইসিতে যান। বিএসইসি কার্যালয়ে আগমন এবং বৈঠকে অংশগ্রহণের জন্য সচিবকে ধন্যবাদ জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পুঁজিবাজারের বিদ্যমান সংকট নিরসনে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে বিএসইসি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়াও পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে মন্ত্রণালয় ও এফআইডির সহযোগিতার অনুরোধ জানান রাশেদ মাকসুদ।

বৈঠকে নাজমা মোবারক বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এ সময় পুঁজিবাজারের বিভিন্ন নীতি—সংক্রান্ত বিষয়ে এবং বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করেন তিনি।

এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্মসচিব কামরুল হক মারুফ, উপসচিব ফরিদা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে এফআইডি সচিবের উদ্যোগী মনোভাবের প্রশংসা করে মু. মোহসিন চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সক্ষমতা বৃদ্ধিসহ কার্যক্রম বৃদ্ধির প্রয়োজন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপি বিনিয়োগ শিক্ষার প্রসার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সহায়তার অনুরোধ জানান তিনি।

সাঈদ কুতুব বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে এফআইডি। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে পুঁজিবাজারে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি মালিকানাধীন ভালো কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি এবং প্রতিটি তফসিলি ব্যাংক কর্তৃক সোলো ও কনসোলিডেটেড বিনিয়োগ সীমার অতিরিক্ত হিসাবে বিশেষ তহবিল ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় উন্নীতকরণ ও এর মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য বৃদ্ধির করে পুঁজিবাজারে তারল্য সহায়তা প্রদান এবং পুঁজিবাজারের উন্নয়ন সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে এফআইডিকে জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

এলাকার খবর
Loading...