নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবকাঠামোগত উন্নয়ন, সহজ যোগাযোগ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য বাংলাদেশে বিদেশিদের জন্য সম্ভাবনাময়ী দেশ। বিশেষ করে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, পদ্মাসেতু বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র সৃষ্টি করেছে। এসব সুবিধা কাজে লাগাতে পারেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়ীরা।
আজ শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম দুবাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী লোথার সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, ‘বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে জাপান, ভারত ও কোরিয়া বিনিয়োগ করেছে। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ি সমুদ্রবন্দরে বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।’
দুবাইয়ের বিনিয়োগকারীরা সুবিধা নিয়ে দু-দেশের ব্যবসা প্রসারিত করতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেবে এফবিসিসিআই।
মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, সিরামিক, চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। এই খাতগুলোতে বিনিয়োগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা দারুণভাবে লাভবান হতে পারেন।’
দুবাই চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী লোথা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছেন। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ে দুবাই চেম্বারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি দলও গঠন করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন—এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, ফখরুস সালেহীন নাহিয়ান, আবুধাবি দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার, সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট সালেম আল শামসি, ডিরেক্টর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড প্রটোকল অফিসার সুমায়া আল শামসি প্রমুখ।
অবকাঠামোগত উন্নয়ন, সহজ যোগাযোগ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য বাংলাদেশে বিদেশিদের জন্য সম্ভাবনাময়ী দেশ। বিশেষ করে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, পদ্মাসেতু বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র সৃষ্টি করেছে। এসব সুবিধা কাজে লাগাতে পারেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়ীরা।
আজ শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম দুবাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী লোথার সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, ‘বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে জাপান, ভারত ও কোরিয়া বিনিয়োগ করেছে। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ি সমুদ্রবন্দরে বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।’
দুবাইয়ের বিনিয়োগকারীরা সুবিধা নিয়ে দু-দেশের ব্যবসা প্রসারিত করতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেবে এফবিসিসিআই।
মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, সিরামিক, চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। এই খাতগুলোতে বিনিয়োগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা দারুণভাবে লাভবান হতে পারেন।’
দুবাই চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী লোথা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছেন। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ে দুবাই চেম্বারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি দলও গঠন করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন—এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, ফখরুস সালেহীন নাহিয়ান, আবুধাবি দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার, সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট সালেম আল শামসি, ডিরেক্টর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড প্রটোকল অফিসার সুমায়া আল শামসি প্রমুখ।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
৮ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৯ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৯ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
১১ ঘণ্টা আগে