Ajker Patrika

রাজস্ব ফাঁকি রোধে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজস্ব ফাঁকি রোধে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি

নেদারল্যান্ডসের সঙ্গে রাজস্ব ফাঁকি রোধ ও দ্বৈত-কর পরিহার-সংক্রান্ত আগের চুক্তির সংশোধন করে আবারও একটি নতুন চুক্তি করেছে বাংলাদেশ। গতকাল অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। এতে নেদারল্যান্ডসের পক্ষে দেশটির ট্যাক্স অ্যাফেয়ার্সবিষয়ক মন্ত্রী এম এল এ ভনরিজ এবং বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চুক্তিতে সই করেন।

জানা যায়, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের নতুন চুক্তিতে ৩৩ টি আর্টিকেল রয়েছে। এর মধ্যে করের আওতা বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেলে পরিবর্তন আনা হয়েছে, একইসাথে, নতুন নতুন ক্ষেত্র থেকে করে আহরণের জন্য কতিপয় নতুন আর্টিকেল সংযোজন করা হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত