অনলাইন ডেস্ক
ইউক্রেন জানিয়েছে, তাদের শীর্ষস্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যার পর রাশিয়ার হয়ে কাজ করা দুই এজেন্টকে হত্যা করা হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর প্রধান ভাসিল মালিউক এক ভিডিওবার্তায় জানান, রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির হয়ে কাজ করা দুই গুপ্তচরকে আজ রোববার সকালে গ্রেপ্তারের সময় প্রতিরোধের চেষ্টা করলে তাঁদের হত্যা করা হয়।
বিবিসি জানিয়েছে, ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (১০ জুলাই)। সেদিন কর্নেল ইভান ভোরোনিচ কিয়েভের একটি গাড়ি পার্কিংয়ে দিনের আলোতেই অজ্ঞাতনামা এক হামলাকারীর গুলিতে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিইভস্কি জেলায় সকাল ৯টার কিছু পর একটি ভবন থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি ভোরোনিচের দিকে দৌড়ে আসেন এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালান।
এসবিইউ জানিয়েছে, নিহত কর্নেল ভোরোনিচের গতিবিধি আগেই নজরে রেখেছিল ওই গুপ্তচরেরা। হামলার পর তাঁরা আত্মগোপন করেন এবং একটি স্থানে গিয়ে সাইলেন্সারসহ একটি পিস্তল সংগ্রহ করেন। তবে জাতীয় পুলিশ ও এসবিইউর যৌথ তদন্তে তাঁদের অবস্থান শনাক্ত করা হয় এবং তাঁরা শেষ পর্যন্ত ধরা পড়েন।
আজ ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তি একটি বিদেশি দেশের নাগরিক। তবে কোন দেশের, তা জানানো হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ সাধারণত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত। তবে ২০২২ সালে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি রাশিয়ার ভেতরেও গুপ্ত হামলা ও হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ডিসেম্বর মাসে রাশিয়ার উচ্চপদস্থ জেনারেল ইগর কিরিলোভের হত্যার পেছনেও এসবিইউর হাত ছিল। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে মস্কোতে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক একটি গাড়িবোমা হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্যও ইউক্রেনকে দায়ী করে ক্রেমলিন।
তবে এসব হত্যাকাণ্ডের কোনো দায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন—ইউক্রেন ইতিহাসের সবচেয়ে বড় রুশ আকাশ হামলার মুখে পড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে গত তিন বছরের সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেনে।
সামনের সারির যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশেষ করে, গত বছর আকস্মিকভাবে ইউক্রেনীয় বাহিনীর দখল করা রাশিয়ার কুরস্ক অঞ্চল আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুদ্ধবিরতির চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।
ইউক্রেন জানিয়েছে, তাদের শীর্ষস্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যার পর রাশিয়ার হয়ে কাজ করা দুই এজেন্টকে হত্যা করা হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর প্রধান ভাসিল মালিউক এক ভিডিওবার্তায় জানান, রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির হয়ে কাজ করা দুই গুপ্তচরকে আজ রোববার সকালে গ্রেপ্তারের সময় প্রতিরোধের চেষ্টা করলে তাঁদের হত্যা করা হয়।
বিবিসি জানিয়েছে, ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (১০ জুলাই)। সেদিন কর্নেল ইভান ভোরোনিচ কিয়েভের একটি গাড়ি পার্কিংয়ে দিনের আলোতেই অজ্ঞাতনামা এক হামলাকারীর গুলিতে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিইভস্কি জেলায় সকাল ৯টার কিছু পর একটি ভবন থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি ভোরোনিচের দিকে দৌড়ে আসেন এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালান।
এসবিইউ জানিয়েছে, নিহত কর্নেল ভোরোনিচের গতিবিধি আগেই নজরে রেখেছিল ওই গুপ্তচরেরা। হামলার পর তাঁরা আত্মগোপন করেন এবং একটি স্থানে গিয়ে সাইলেন্সারসহ একটি পিস্তল সংগ্রহ করেন। তবে জাতীয় পুলিশ ও এসবিইউর যৌথ তদন্তে তাঁদের অবস্থান শনাক্ত করা হয় এবং তাঁরা শেষ পর্যন্ত ধরা পড়েন।
আজ ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তি একটি বিদেশি দেশের নাগরিক। তবে কোন দেশের, তা জানানো হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ সাধারণত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত। তবে ২০২২ সালে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি রাশিয়ার ভেতরেও গুপ্ত হামলা ও হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ডিসেম্বর মাসে রাশিয়ার উচ্চপদস্থ জেনারেল ইগর কিরিলোভের হত্যার পেছনেও এসবিইউর হাত ছিল। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে মস্কোতে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক একটি গাড়িবোমা হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্যও ইউক্রেনকে দায়ী করে ক্রেমলিন।
তবে এসব হত্যাকাণ্ডের কোনো দায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন—ইউক্রেন ইতিহাসের সবচেয়ে বড় রুশ আকাশ হামলার মুখে পড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে গত তিন বছরের সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেনে।
সামনের সারির যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশেষ করে, গত বছর আকস্মিকভাবে ইউক্রেনীয় বাহিনীর দখল করা রাশিয়ার কুরস্ক অঞ্চল আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুদ্ধবিরতির চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।
দেশের বৈদেশিক বাণিজ্যে ঘাটতির চাপ কিছুটা কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে—এই ১১ মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ২২ কোটি ডলার। সেই হিসাবে এক বছরে বাণিজ্য ঘাটতি কমেছে ৮৪ কোটি ডলার বা ৪ দশমিক ১৭ শতাংশ।
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ভালুকার ক্রাউন ফ্যাশন অ্যাপারেলস গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করেছে তাদের তৈরি ১ হাজার ৫০০ কোটি টাকার পণ্য। তবে মার্কিন প্রশাসনের আরোপ করা ৩৫ শতাংশ বাড়তি শুল্কে ছাড় না পাওয়া গেলে এ বছর রপ্তানির এই অঙ্ক ধরে রাখা যাবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
৬ ঘণ্টা আগেপরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের জন্য ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নিয়োগ নিয়ে একটি অসাধু চক্র প্রতারণা করার চেষ্টা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ রোববার (১৩ জুলাই) উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে