রেকর্ড পরিমাণ বৃদ্ধির পর পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে শুল্ক কমিয়েছে ভারত। দীপাবলি উৎসবের আগের দিন সন্ধ্যায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।
আজ বৃহস্পতিবার ভারতজুড়ে পেট্রল ডিজেলের দাম কমেছে।
ভারত সরকার খুচরা তেলের ওপর থেকে আবগারি শুল্ক কমানোয় রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৬ দশমিক ০৭ রুপি কমে বিক্রি হচ্ছে ১০৩.৯৭ রুপিতে। ডিজেলের দাম ১১.৭৫ রুপি কমে ৮৬.৬৭ রুপিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ওয়েল করপোরেশন। এর আগে বুধবার ভারতে পেট্রল ও ডিজেলের দাম রেকর্ড সর্বোচ্চ দাম যথাক্রমে ১১০ দশমিক ০৪ রুপি ৯৮ দশমিক ৪১ রুপিতে বিক্রি হয়।
আবগারি শুল্ক কমানোয় ভারত সরকারের বার্ষিক ১ দশমিক ৪ লাখ কোটি রুপি ক্ষতি হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মুম্বাইতে বর্তমানে এক লিটার পেট্রলের দাম ১০৯ দশমিক ৯৮ এবং ডিজেল প্রতি লিটার ৯৪ দশমিক ১৪ রুপিতে বিক্রি হচ্ছে। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২ রুপির নিচে নেমেছে আর বর্তমানে ১০১ দশমিক ৪০ রুপিতে বিক্রি হচ্ছে। আর ডিজেলের লিটারপ্রতি দাম ৯১ দশমিক ৪৩ রুপি।
রাষ্ট্রীয় তেল শোধনকারী কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, ভারতের চারটি মেট্রো শহরের মধ্যে তেলের দাম সবচেয়ে বেশি মুম্বাইয়ে। ভ্যাট যুক্ত হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে তেলের দাম ভিন্ন হয়ে থাকে।
ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম দৈনিক ভিত্তিতে তেলের দাম পর্যালোচনা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই পর্যালোচনা হয়। পেট্রল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন আসলে তা প্রতিদিন সকাল ছয়টা থেকে কার্যকর হয়।
বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে ফের আলোচনা শুরু হতে যাচ্ছে। এরপরই বিশ্ব জুড়ে কমতে শুরু করেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশ ও ভারতে এর পরেও জ্বালানির দাম বেড়েছে।
বাংলাদেশ ভোক্তা পর্যায়ে লিটারে ১৫ টাকা দাম বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের। নতুন দাম প্রতি লিটার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেকর্ড পরিমাণ বৃদ্ধির পর পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে শুল্ক কমিয়েছে ভারত। দীপাবলি উৎসবের আগের দিন সন্ধ্যায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।
আজ বৃহস্পতিবার ভারতজুড়ে পেট্রল ডিজেলের দাম কমেছে।
ভারত সরকার খুচরা তেলের ওপর থেকে আবগারি শুল্ক কমানোয় রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৬ দশমিক ০৭ রুপি কমে বিক্রি হচ্ছে ১০৩.৯৭ রুপিতে। ডিজেলের দাম ১১.৭৫ রুপি কমে ৮৬.৬৭ রুপিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ওয়েল করপোরেশন। এর আগে বুধবার ভারতে পেট্রল ও ডিজেলের দাম রেকর্ড সর্বোচ্চ দাম যথাক্রমে ১১০ দশমিক ০৪ রুপি ৯৮ দশমিক ৪১ রুপিতে বিক্রি হয়।
আবগারি শুল্ক কমানোয় ভারত সরকারের বার্ষিক ১ দশমিক ৪ লাখ কোটি রুপি ক্ষতি হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মুম্বাইতে বর্তমানে এক লিটার পেট্রলের দাম ১০৯ দশমিক ৯৮ এবং ডিজেল প্রতি লিটার ৯৪ দশমিক ১৪ রুপিতে বিক্রি হচ্ছে। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২ রুপির নিচে নেমেছে আর বর্তমানে ১০১ দশমিক ৪০ রুপিতে বিক্রি হচ্ছে। আর ডিজেলের লিটারপ্রতি দাম ৯১ দশমিক ৪৩ রুপি।
রাষ্ট্রীয় তেল শোধনকারী কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, ভারতের চারটি মেট্রো শহরের মধ্যে তেলের দাম সবচেয়ে বেশি মুম্বাইয়ে। ভ্যাট যুক্ত হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে তেলের দাম ভিন্ন হয়ে থাকে।
ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম দৈনিক ভিত্তিতে তেলের দাম পর্যালোচনা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই পর্যালোচনা হয়। পেট্রল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন আসলে তা প্রতিদিন সকাল ছয়টা থেকে কার্যকর হয়।
বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে ফের আলোচনা শুরু হতে যাচ্ছে। এরপরই বিশ্ব জুড়ে কমতে শুরু করেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশ ও ভারতে এর পরেও জ্বালানির দাম বেড়েছে।
বাংলাদেশ ভোক্তা পর্যায়ে লিটারে ১৫ টাকা দাম বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের। নতুন দাম প্রতি লিটার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিলাসবহুল ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড বারবেরি জানিয়েছে, খরচ কমাতে আগামী দুই বছরে বিশ্বব্যাপী ১ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করা হতে পারে, যা তাদের মোট কর্মীর প্রায় এক-পঞ্চমাংশ। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ৭৫ মিলিয়ন পাউন্ড নিট ক্ষতির তথ্য প্রকাশের পর এই ঘোষণা এসেছে। গত বছর বারবেরি ২৭০ মিলিয়ন পাউন্ড লাভ...
৩২ মিনিট আগেবাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা জরুরি বলে মত দিয়েছেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘ভিয়েতনাম...
৩৬ মিনিট আগেসিগারেটের বর্তমান চার স্তরের করকাঠামো কমিয়ে তিন স্তরে নামিয়ে আনা এবং প্রতি শলাকার দাম ন্যূনতম ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এখন রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশ বিরাজ করছে। এ সুযোগে জনস্বার্থে করকাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনা জরুরি।
৪০ মিনিট আগেদেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম আয়োজিত স্থাপত্যবিষয়ক সম্মেলন ‘আর্কিটেকচার: হোয়ার টু গো’ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের খ্যাতনামা স্থপতি, একাডেমিশিয়ান ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম অংশ নেয়।
৫ ঘণ্টা আগে