Ajker Patrika

চিনির শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৯: ১৫
চিনির শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুত পরিস্থিতি ‘সন্তোষজনক’ দাবি করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তুলনায় চিনির দাম বেশি হওয়ায় আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হবে।

আজ শুক্রবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মজুত পরিস্থিতি সন্তোষজনক। রমজানে ব্যবসায়ীরা কারসাজি না করলে দাম বাড়বে না। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় পণ্যের দামে তারতম্য পেলে অভিযান করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের এলসি খোলার বিষয়ে কিছু সমস্যা আছে। সেটি নিয়ে আলোচনা চলছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। আশা করি শিগগির এই সমস্যার সমাধান করতে পারব। আগামী রমজানে পেঁয়াজ, ছোলা ও খেজুরের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।’ 

চিনির দাম অন্যান্য পণ্যের তুলনায় একটু বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিনির ওপর শুল্ক কমানোর জন্য এনবিআরে একটি চিঠি পাঠানো হবে।’ 

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সম্পাদক আব্দুল হান্নান, ইউএনও তাহমিনা তারিন, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত