নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার হামলার ভয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত শুক্রবার ভোর ৪টা থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ডিএসই কর্তৃপক্ষ সব সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিস্টেম বন্ধ থাকলেও ওয়েবসাইট খোলা ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাইবার হামলার আশঙ্কা ছিল। প্রযুক্তিগতভাবে যথেষ্ট নিরাপদ হলেও ওপরের নির্দেশনা থাকায় সতর্কতার অংশ হিসেবে সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমরা সতর্কতার জন্য বন্ধ রেখেছিলাম, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রেখেছি।’
এক প্রশ্নের উত্তরে কোনো ধরনের প্রত্যক্ষ হুমকি ছিল না বলে জানান সাত্তিক আহমেদ শাহ। তিনি বলেন, ‘আমাদের যে ধরনের ম্যালওয়্যার নেওয়া আছে, তাতে হামলার আশঙ্কা থাকলেই সতর্কবার্তা চলে আসে। তবে এটা অন্য রকম হুমকি ছিল। সে জন্য আমাদেরকে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা বন্ধ রেখেছিলাম।’
এদিকে, ডিএসইর ওয়েবসাইট বন্ধ থাকলেও চালু ছিল সিএসইর ওয়েবসাইট। তবে দুটি এক্সচেঞ্জেরই সিস্টেম বন্ধ ছিল বলে জানান সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিএসইর ওয়েবসাইট চালু রয়েছে, বন্ধ হয়নি। অন্যান্য সিস্টেম বন্ধ আছে, তবে ওয়েবসাইট চালু আছে। আর ডিএসইর ওয়েবসাইটও বন্ধ আছে। সাইবার হামলার ঝুঁকি এড়ানোর জন্যই এটা করা হয়েছে।
ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয় আছে। উইন্ডোজের প্রোগ্রামগুলো সম্ভবত কাজ করছিল না। আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এ রকম একটা বিষয় আছে।’
সাইবার হামলার ভয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত শুক্রবার ভোর ৪টা থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ডিএসই কর্তৃপক্ষ সব সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিস্টেম বন্ধ থাকলেও ওয়েবসাইট খোলা ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাইবার হামলার আশঙ্কা ছিল। প্রযুক্তিগতভাবে যথেষ্ট নিরাপদ হলেও ওপরের নির্দেশনা থাকায় সতর্কতার অংশ হিসেবে সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমরা সতর্কতার জন্য বন্ধ রেখেছিলাম, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রেখেছি।’
এক প্রশ্নের উত্তরে কোনো ধরনের প্রত্যক্ষ হুমকি ছিল না বলে জানান সাত্তিক আহমেদ শাহ। তিনি বলেন, ‘আমাদের যে ধরনের ম্যালওয়্যার নেওয়া আছে, তাতে হামলার আশঙ্কা থাকলেই সতর্কবার্তা চলে আসে। তবে এটা অন্য রকম হুমকি ছিল। সে জন্য আমাদেরকে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা বন্ধ রেখেছিলাম।’
এদিকে, ডিএসইর ওয়েবসাইট বন্ধ থাকলেও চালু ছিল সিএসইর ওয়েবসাইট। তবে দুটি এক্সচেঞ্জেরই সিস্টেম বন্ধ ছিল বলে জানান সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিএসইর ওয়েবসাইট চালু রয়েছে, বন্ধ হয়নি। অন্যান্য সিস্টেম বন্ধ আছে, তবে ওয়েবসাইট চালু আছে। আর ডিএসইর ওয়েবসাইটও বন্ধ আছে। সাইবার হামলার ঝুঁকি এড়ানোর জন্যই এটা করা হয়েছে।
ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয় আছে। উইন্ডোজের প্রোগ্রামগুলো সম্ভবত কাজ করছিল না। আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এ রকম একটা বিষয় আছে।’
দেশে সোনার দাম ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে। ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন। ফলে বিপাকে পড়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
৯ ঘণ্টা আগেব্যাংক খাতে অস্থিরতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও সুদের হার বেড়ে যাওয়ায় আমানতে নতুন করে সাড়া মিলেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মাত্র তিন মাসে ব্যাংকে জমা বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
১৩ ঘণ্টা আগেকরপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লার মুরাদনগরের হতদরিদ্র কৃষক ও রিকশাচালক মো. মেহেদী হাসানকে স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।
১ দিন আগেবাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও স্পেনভিত্তিক ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
১ দিন আগে