Ajker Patrika

পি কে হালদারের ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ স্বাধীন পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৫: ৩৬
পি কে হালদারের ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ স্বাধীন পরিচালক নিয়োগ

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালনা পর্ষদের অভিযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন পাঁচ স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন সাউথইস্ট ব্যাংকের সাবেক সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার, দুদকের সাবেক পরিচালক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মিটফুল করিম, ব্যারিস্টার আশরাফ আলী ও এনামুল হাসান।

পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রতিটি বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাঁদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতে ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দিয়েছেন আদালত।

এই আর্থিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (আদালত নিযুক্ত) এন আই খান ছাড়া বাকি পরিচালকেরা ছিলেন অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত। তাই নতুন করে এই পাঁচ ব্যক্তিকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিলেন আদালত।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের এ আদেশ প্রকাশিত হয়েছে। আদালতে মামলায় কোম্পানিটির পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আইনজীবীরা বলেন, আদালত কিছু ব্যক্তির নাম দিয়ে জানতে চেয়েছিলেন তাঁদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না। পরে সেটি দুদকে জমা দেওয়া হয়েছিল। দুদক দেখতে পায়, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কোনো উপযুক্ত আদালত থেকে জামিন না নেওয়ার আগ পর্যন্ত তাঁরা আইনের দৃষ্টিতে পলাতক। এ অবস্থায় তাঁরা কোম্পানি চালাবেন কীভাবে? এরপর আদালত কয়েকজন স্বাধীন পরিচালক নিয়োগ দেন।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে-পরে আত্মীয়, বন্ধু, সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। কোম্পানিগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি)। এসব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অঙ্কের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন বলে দুদকের তদন্তকারীদের ভাষ্য।

ইন্টারন্যাশনাল লিজিং থেকেও সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন ১২৯ জন ঋণখেলাপি। এ অবস্থায় এই কোম্পানিতে বিনিয়োগকারীরা কোম্পানিটির পুনর্গঠনের জন্য আদালতে আবেদন করেন। গত ১৬ জুন আদালত এই কোম্পানির পুনর্গঠনের আদেশ দেন। আজ পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত