Ajker Patrika

রংপুর বিভাগের সেরা ভ্যাট দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্ত

রংপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৬: ৩৬
রংপুর বিভাগের সেরা ভ্যাট দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্ত

উৎপাদনের ক্ষেত্রে রংপুর বিভাগের দিনাজপুর জেলার সেরা মূল্য সংযোজন কর (মূসক) দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত। 

আজ রোববার মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে সেরা মূসক দাতা হিসেবে আনন্দ কুমার গুপ্তকে সম্মাননা ক্রেস্ট দেন রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।

জাতীয় মূসক দিবস ও মূসক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুরের সম্মেলনকক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এই ক্রেস্ট দেন। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি পলি। 

অনুষ্ঠানে সেরা মূসক দাতা আনন্দ কুমার গুপ্তসহ রংপুর বিভাগের ১১ মূসক দাতাকে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত