Ajker Patrika

সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা ১ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২২: ০১
সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা ১ হাজার টাকা করার প্রস্তাব

মূল্যস্ফীতির চাপ সামলাতে চলতি জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাবেন সরকারি কর্মচারীরা। তবে মূল বেতন হিসাব করলে নিম্নতম ১০ গ্রেডের ক্ষেত্রে প্রণোদনা দাঁড়ায় মাত্র ৪১২ থেকে ৬২৫ টাকা। এ অবস্থায় ন্যূনতম প্রণোদনা ১ হাজার টাকা করার কথা ভাবছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি এ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। এ-সম্পর্কিত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। 

অর্থ মন্ত্রণালয় বলছে, বর্তমান জাতীয় বেতন কাঠামো ২০১৫ অনুযায়ী সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০তম গ্রেডের মূল বেতন অনেক কম। প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা হিসাব করলে দশম ধাপে ৮০০ টাকা, একাদশ ধাপে ৬২৫ টাকা, দ্বাদশ ধাপে ৫৬৫, ত্রয়োদশ ধাপে ৫৫০, চতুর্দশ ধাপে ৫১০, পঞ্চদশ ধাপে ৪৮৫, ষষ্ঠদশ ধাপে ৪৬৫, সপ্তদশ ধাপে ৪৫০, অষ্টাদশ ধাপে ৪৪০, ১৯তম ধাপে ৪২৫ টাকা এবং শেষ অর্থাৎ ২০তম ধাপে ৪১২ টাকা ৫০ পয়সা প্রণোদনা হয়। তবে নবম ধাপে ১ হাজার ১০০ টাকা দাঁড়ায়।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মূল বেতনকে ভিত্তি ধরে হিসাব করে দেখা যায়, অনেকের প্রণোদনাই উল্লেখযোগ্য পরিমাণে হয় না। তাই প্রণোদনার পরিমাণ ১ হাজার টাকার কম হলে তা তেমন কার্যকর হবে না। সামনের অর্থবছরগুলোতেও এ প্রণোদনা অব্যাহত থাকা উচিত—এমনটাই মনে করে অর্থ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান। কর্মচারীরা বেতনের সঙ্গে প্রতি মাসে এ অর্থ পাবেন। এই প্রণোদনা কত দিন পর্যন্ত চলবে তার কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

অর্থ বিভাগের চেষ্টা রয়েছে, জুলাই মাস শেষে যে বেতন-ভাতা পাবেন সরকারি কর্মচারীরা, তার সঙ্গেই যোগ হবে প্রণোদনার অংশ। প্রণোদনার বাইরে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নিয়মিত ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত