নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি এবং বেসরকারি খাতসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ রোববার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
ইত্তেফাক কার্যালয়ে গোলটেবিল বৈঠকটির আয়োজন করে দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব জুয়েনা আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব (এসডিজি বিষয়ক) মোহাম্মদ মনিরুল ইসলাম।
জুয়েনা আজিজ বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সবাইকে সমন্বিত কাজ করতে হবে। ১৭টি লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
ইউএনডিপির প্রতিনিধি ফখরুল আহসান বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকেও আস্থায় আনতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।’
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, ‘অর্থনীতিতে বেসরকারি খাতের অবদানের পাশাপাশি তাদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে তাদের মাধ্যমে টাকা বিদেশে চলে যাচ্ছে। তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘অনেক বেসরকারি প্রতিষ্ঠান শুধু ব্যবসা করেই যাচ্ছে, কিন্তু বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। তাই কর্মসংস্থান বাড়ছে না। কিছু বহুজাতিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মসূচি নিলেও অনেক প্রতিষ্ঠানই অনুৎপাদনশীল কাজে যুক্ত।’
এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক জ. ই. মামুন বলেন, ‘রুয়ান্ডার মতো দেশ ঘোষণা দিয়েছে যে, তারা প্লাস্টিক বর্জন করবে। মালদ্বীপও একই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমাদের এখানে এখনো এমন উদ্যোগ দেখা যায়নি।’
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউনিলিভারের পরিচালক শামীমা আক্তার, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের (এমজিএইচ গ্রুপ) সহকারী পরিচালক বাশিরা হারুন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল প্রমুখ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি এবং বেসরকারি খাতসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ রোববার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
ইত্তেফাক কার্যালয়ে গোলটেবিল বৈঠকটির আয়োজন করে দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব জুয়েনা আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব (এসডিজি বিষয়ক) মোহাম্মদ মনিরুল ইসলাম।
জুয়েনা আজিজ বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সবাইকে সমন্বিত কাজ করতে হবে। ১৭টি লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
ইউএনডিপির প্রতিনিধি ফখরুল আহসান বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকেও আস্থায় আনতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।’
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, ‘অর্থনীতিতে বেসরকারি খাতের অবদানের পাশাপাশি তাদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে তাদের মাধ্যমে টাকা বিদেশে চলে যাচ্ছে। তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘অনেক বেসরকারি প্রতিষ্ঠান শুধু ব্যবসা করেই যাচ্ছে, কিন্তু বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। তাই কর্মসংস্থান বাড়ছে না। কিছু বহুজাতিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মসূচি নিলেও অনেক প্রতিষ্ঠানই অনুৎপাদনশীল কাজে যুক্ত।’
এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক জ. ই. মামুন বলেন, ‘রুয়ান্ডার মতো দেশ ঘোষণা দিয়েছে যে, তারা প্লাস্টিক বর্জন করবে। মালদ্বীপও একই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমাদের এখানে এখনো এমন উদ্যোগ দেখা যায়নি।’
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউনিলিভারের পরিচালক শামীমা আক্তার, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের (এমজিএইচ গ্রুপ) সহকারী পরিচালক বাশিরা হারুন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল প্রমুখ।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ মিনিট আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
২ ঘণ্টা আগেদেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৩ ঘণ্টা আগেমাত্র ১ মাস ১৯ দিনে ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মার্চ মাসে তাঁরা ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আর চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)
৩ ঘণ্টা আগে