Ajker Patrika

ইস্পাহানি মির্জাপুরকে টানা ৯ বার সেরা চা ব্র্যান্ডের স্বীকৃতি

ইস্পাহানি মির্জাপুরকে টানা ৯ বার সেরা চা ব্র্যান্ডের স্বীকৃতি

ইস্পাহানি মির্জাপুর টানা নবমবার বাংলাদেশের সেরা হট বেভারেজ (চা) ব্র্যান্ডের পুরস্কার জিতে নিয়েছে। জনপ্রিয় এই ব্র্যান্ড সব দেশি ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভার অল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে পঞ্চম শীর্ষস্থানের স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এনসার্চের সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের গ্র্যান্ড বলরুমে গত শনিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ৪০টি ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এ বছরের জন্যে সম্মাননা দেওয়া হয়।

ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এ ছাড়া ব্লেন্ডারস চয়েস প্রিমিয়াম টি ও জেরিন প্রিমিয়াম টি হচ্ছে ইস্পাহানি টি লিমিটেডের আরও দুটি সমাদৃত প্রিমিয়াম চা ব্র্যান্ড।

আনন্দঘন এ উপলক্ষে ইস্পাহানি মির্জাপুর সব ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ