নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির কারণেই সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় সংকোচন নীতি অবলম্বনের পথে হাঁটছে। উৎপাদন ব্যয় কমানো হবে ১০ শতাংশ। আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতিকে সচল রাখতে নীতিগতভাবে আমরা আপাতত বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই খাতে ভর্তুকির পরিমাণ কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ১০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘বিদ্যুৎ খাতের ব্যয় কমানোর ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুতের ব্যয় কমাতে এনার্জি অডিট করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাজেট ধরা হয়েছে ২২ হাজার ৩৭০ কোটি টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর বাজেট ২০৪ কোটি টাকা কম। গত বছর বিদ্যুৎ খাতের বাজেট ছিল ২২ হাজার ৫৭৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট ধরা হয়েছে ২ হাজার ৮৬ কোটি টাকা। যা গত অর্থবছরের দ্বিগুণ। ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন বাজেট ছিল ৯৬৯ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতের ব্যয় কমাতে এই বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এর আগে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির কারণেই সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় সংকোচন নীতি অবলম্বনের পথে হাঁটছে। উৎপাদন ব্যয় কমানো হবে ১০ শতাংশ। আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতিকে সচল রাখতে নীতিগতভাবে আমরা আপাতত বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই খাতে ভর্তুকির পরিমাণ কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ১০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘বিদ্যুৎ খাতের ব্যয় কমানোর ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুতের ব্যয় কমাতে এনার্জি অডিট করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাজেট ধরা হয়েছে ২২ হাজার ৩৭০ কোটি টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর বাজেট ২০৪ কোটি টাকা কম। গত বছর বিদ্যুৎ খাতের বাজেট ছিল ২২ হাজার ৫৭৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট ধরা হয়েছে ২ হাজার ৮৬ কোটি টাকা। যা গত অর্থবছরের দ্বিগুণ। ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন বাজেট ছিল ৯৬৯ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতের ব্যয় কমাতে এই বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এর আগে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। ভারতের দুটি সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটিই জানিয়েছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক।
২৪ মিনিট আগেগাড়ি ও প্রযুক্তিপণ্য দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বাজারে দক্ষিণ কোরিয়ার বড় রপ্তানি খাত হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সৌন্দর্য প্রসাধনী পণ্য, বিশেষ করে—স্কিনকেয়ার ও কসমেটিকস মার্কিন গ্রাহকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।
২৭ মিনিট আগেব্যক্তি করদাতাদের (Individual Taxpayers) জন্য আগামীকাল সোমবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে চার ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
২ ঘণ্টা আগেপুঁজিবাজারে অনিয়ম, তদবির ও অস্বচ্ছ সিদ্ধান্ত ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওপর নজরদারি জোরদারের সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। এই লক্ষ্যে তারা একটি শক্তিশালী ‘ওভারসাইট বডি’ বা নজরদারি সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে, যা আইনত স্বীকৃত ও কার্
৩ ঘণ্টা আগে